Image

টেস্টে বাংলাদেশের সবচেয়ে বেশি বয়সী ক্রিকেটার সাকিব

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 2 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
টেস্টে বাংলাদেশের সবচেয়ে বেশি বয়সী ক্রিকেটার সাকিব

টেস্টে বাংলাদেশের সবচেয়ে বেশি বয়সী ক্রিকেটার সাকিব

টেস্টে বাংলাদেশের সবচেয়ে বেশি বয়সী ক্রিকেটার সাকিব

বাংলাদেশ জাতীয় দলের হয়ে টেস্ট খেলা সবচেয়ে বয়স্ক খেলোয়াড় এখন সাকিব আল হাসান। শনিবার ভারতের বিপক্ষে টেস্টের তৃতীয় দিনে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে দেশের সবচেয়ে বয়স্ক টেস্ট খেলোয়াড় হিসেবে নাম লিখিয়েছেন এই অলরাউন্ডার। 

চেন্নাইয়ে ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্টের তৃতীয় দিনে সাকিব মাঠে নামার সময় তার বয়স হয়েছে ৩৭ বছর ১৮১ দিন। সাকিবের আগে টেস্ট খেলা বাংলাদেশের সবচেয়ে বয়স্ক ক্রিকেটারের রেকর্ডটি ছিলো বাঁহাতি স্পিনার মোহাম্মদ রফিকের। ২০০৮ সালে শেষবার টেস্ট খেলার সময় তার বয়স ছিলো ৩৭ বছর ১৮০ দিন।

এক দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ ক্রিকেটের কেন্দ্রীয় ব্যক্তিত্ব সাকিব আল হাসান। বাংলাদেশের ইতিহাসে টেস্ট ক্রিকেটে সবচেয়ে সিনিয়র ক্রিকেটার হওয়ার মাইলফলক। তার বর্ণাঢ্য ক্যারিয়ারের আরো একটি অর্জন।  

বিশ্ব ক্রিকেটে সবচেয়ে বয়স্ক টেস্ট ক্রিকেটারের রেকর্ডটি ইংল্যান্ডের উইলফ্রেড রোডসের। তিনি ১৯৩০ সালে ৫২ বছর ১৬৫ দিন বয়সে তার শেষ টেস্ট খেলেছিলেন। রোডসের এই রেকর্ড এবং তার অসাধারণ ৩০ বছরের টেস্ট ক্যারিয়ার ক্রিকেটের সবচেয়ে দীর্ঘস্থায়ী কীর্তিগুলোর একটি।

Details Bottom
Details ad One
Details Two
Details Three