চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত পাকিস্তানের সঙ্গে এক গ্রুপে বাংলাদেশ
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত পাকিস্তানের সঙ্গে এক গ্রুপে বাংলাদেশ
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত পাকিস্তানের সঙ্গে এক গ্রুপে বাংলাদেশ
২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান। প্রেস ট্রাস্ট ইন্ডিয়া (পিটিআই) এর খবর মতে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য পিসিবি ৩ জুলাই ড্রাফট জমা দিয়েছে আইসিসির কাছে। ভারত দল পাকিস্তানে যাবে কিনা তা নিশ্চিত না হলেও ড্রাফট সূচিতে ভারত-পাকিস্তান ম্যাচ ১ মার্চ।
১৯ ফেব্রুয়ারি শুরু হয়ে ৯ মার্চ শেষ হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। ১৫ ম্যাচ হবে লাহোর, করাচি ও রাওয়ালপিন্ডিতে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল দেখতে বার্বাডোসে আমন্ত্রিত ছিলেন পিসিব চেয়ারম্যান মহসীন নাকভি, সেখানেই প্রস্তাবিত সূচি জমা দেন তিনি।
গ্রুপ পর্বে ভারতের ম্যাচ হবে লাহোরে। লাহোরে হবে মোট ৭ টি ম্যাচ, করাচিতে ৩ ও রাওয়ালপিন্ডিতে হবে ৫ ম্যাচ। করাচিতে উদ্বোধনী ম্যাচ, দুই সেমিফাইনাল করাচি ও রাওয়ালপিন্ডিতে, ফাইনাল লাহোরে। তবে ভারত সেমিফাইনালে গেলে তাঁদের ম্যাচ হবে লাহোরেই।
সব দেশের ক্রিকেট বোর্ড পিসিবির পাশে থাকবে জানালেও বিসিসিআই (দ্য বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া) ভারতীয় সরকারের সাথে আলাপ করেই সিদ্ধান্ত নিবে।
প্রস্তাবিত ড্রাফট অনুযায়ী গ্রুপ 'এ' তে স্বাগতিক পাকিস্তান, ভারত ও নিউজিল্যান্ডের সঙ্গে আছে বাংলাদেশ। গ্রুপ 'বি' তে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকা।