Image

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন কলিন মুনরো

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 6 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন কলিন মুনরো

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন কলিন মুনরো

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন কলিন মুনরো

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন নিউজিল্যান্ডের কলিন মুনরো। কিউইদের পক্ষে ১২৩ আন্তর্জাতিক ম্যাচ খেলা মুনরো অবসরের ঘোষণা দিয়েছেন। 

বাঁহাতি এই আক্রমণাত্মক ব্যাটার সর্বশেষ ২০২০ সালে বে ওভালে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি খেলেছেন। নিউজিল্যান্ডের পক্ষে ৬৫ টি-টোয়েন্টি, ৫৭ ওয়ানডে ও ১ টেস্ট খেলা কলিন মুনরো রান করেছেন ৩০০০ এর বেশি, বল হাতে নিয়েছেন ৭ উইকেট। 

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে কলিন মুনরো নিউজিল্যান্ডের পক্ষে ৬ষ্ঠ সর্বোচ্চ রান (১৭২৪) করেছেন। ৩১ গড় ও ১৫৬.৪ স্ট্রাইক রেটে রান করেছেন তিনি। নিউজিল্যান্ডের পক্ষে এই ফরম্যাটে সর্বোচ্চ ৩ সেঞ্চুরি আছে তাঁর। 

কলিন মুনরো নিউজিল্যান্ডের হয়ে ২০০৬ আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলেছেন। ২০১২-১৩ মৌসুমে দক্ষিণ আফ্রিকা সফরে সব ফরম্যাটে তাঁর অভিষেক হয়। 

সাদা বলের ক্রিকেটে তিনি কিউইদের ভরসার নাম হয়ে উঠেছিলেন। খেলেছেন ২০১৪ ও ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে, ২০১৯ ক্রিকেট বিশ্বকাপে। 

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও বিশ্বব্যাপী ফ্র্যাঞ্চাইজ ক্রিকেট খেলে যাবেন তিনি। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three