Image

ভবিষ্যৎ ভাবনায় কোচিংয়ে যুক্ত হলেন ডেভিড মালান

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 9 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
ভবিষ্যৎ ভাবনায় কোচিংয়ে যুক্ত হলেন ডেভিড মালান

ভবিষ্যৎ ভাবনায় কোচিংয়ে যুক্ত হলেন ডেভিড মালান

ভবিষ্যৎ ভাবনায় কোচিংয়ে যুক্ত হলেন ডেভিড মালান

ডেভিড মালান নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবছেন। ইংল্যান্ড দলে তার অবস্থান সামনে কেমন হবে, তা নিশ্চিত না। ফলে কাউন্টি দল ইয়র্কশায়ারের হয়ে ব্যাটিং কোচের দায়িত্বটুকু পালন করবেন বলে আপাতত এই ইংলিশ ব্যাটার সিদ্ধান্ত নিয়েছেন। সর্বশেষ ওডিআই বিশ্বকাপে ইংল্যান্ডের ভরাডুবি পারফরম্যান্সে মালানের ব্যাটে এসেছিল দলের হয়ে সর্বোচ্চ রান।

বিশ্বকাপের পারফরম্যান্সের পরও মালানকে বিবেচনা করা হচ্ছে না। টুর্নামেন্ট শেষের পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে তাকে রাখা হয়নি। তখন থেকে কিছুটা ভবিষ্যৎ শঙ্কা দেখা দেয় মালানের মধ্যে। কী করবেন, তা নিয়ে যেন ভাবনার জায়গায় দোলাচাল শুরু হয়। সেখান থেকে কোচিংয়ের অভিজ্ঞতাটুকু নিতে চান। তাই ইয়র্কশায়ারের সাথে তার যুক্ত হওয়ার এই নতুন সিদ্ধান্ত।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবেন না, এমনটি জানিয়েছেন বেন স্টোকস। সেক্ষেত্রে দলের বাইরে থাকা খেলোয়াড়দের সুযোগ বেড়েছে। সেখানে মালানের নামটি আসতে পারে স্বাভাবিকভাবেই। হাতে জোর আছে, চার-ছক্কা খেলতে পারেন অনায়াসে। এখনো আইসিসি টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের ১১তম ব্যাটসম্যান তিনি। ইংল্যান্ডের কেন্দ্রীয় চুক্তিতেও আছে মালানের নাম। 

বয়সটা ৩৭ হয়েছে। তবে এখনো খেলে যাওয়ার সামর্থ্য রাখেন মালান, সন্দেহ নেই কোনো। এই বাঁহাতি ইংলিশ ব্যাটার বলেন, “এটা কিছুটা রোমাঞ্চকর ব্যাপার।”

“অবসর সময়টাতে একটু কোচিং করাব। সপ্তাহে ২-৩ দিন ছেলেদের সাহায্য করব। আমি প্রথম ও দ্বিতীয় একাদশের সাথে কাজ করব, যারাই আসুক না কেনো। যদি কেউ চায়, আমি আমার জ্ঞান আদান-প্রদান করতে পারি কি না দেখব। দেখা যাক ক্রিকেট ছাড়ার পর এটা উপভোগের জায়গা নেয় কি না।” 

ইংল্যান্ডে সুযোগ আসা বা না আসার বাস্তবতা মালান জানেন। সেটুকু মেনে নিয়ে বাকি সময়টুকু খেলে যাবেন। অথবা বলা যেতে পারে কোচিংয়ের ক্যারিয়ারে ঝুঁকে পড়বেন। সে যাইহোক। মালান নিজের ভবিষ্যতের কথা ভাবছেন।

Details Bottom
Details ad One
Details Two
Details Three