Image

চার নতুন মুখ নিয়ে জিম্বাবুয়ের টেস্ট দল ঘোষণা

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 3 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
চার নতুন মুখ নিয়ে জিম্বাবুয়ের টেস্ট দল ঘোষণা

চার নতুন মুখ নিয়ে জিম্বাবুয়ের টেস্ট দল ঘোষণা

চার নতুন মুখ নিয়ে জিম্বাবুয়ের টেস্ট দল ঘোষণা

বেলফাস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য চার আনক্যাপড খেলোয়াড়কে বেছে নিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট। ক্লাইভ মাদান্দে, ব্রায়ান বেনেট, জয়লর্ড গাম্বি এবং জোনাথন ক্যাম্পবেল ১৫ সদস্যের দলে প্রথমবারের মতো জায়গা করে নিয়েছেন। ক্রেইগ আরভিনের নেতৃত্বাধীন স্কোয়াডে আছেন একাধিক সিনিয়র খেলোয়াড়। 

আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের জন্য দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে। চলতি মাসের শেষের দিকে টেস্ট ক্রিকেটে প্রথমবার মুখোমুখি হবে দুই দল। বেলফাস্টের স্টরমন্টে আগামী ২৫ জুলাই মাঠে গড়াবে ম্যাচটি। 

টেস্ট স্কোয়াডে ডাক পাওয়া আনক্যাপড উইকেটরক্ষক-ব্যাটার ক্লাইভ মাদান্দে, অলরাউন্ডার ব্রায়ান বেনেট, জয়লর্ড গাম্বি এবং জোনাথন ক্যাম্পবেল; এই চারজনের মধ্যে তিনজন ইতিমধ্যেই ভারতের বিরুদ্ধে ঘরের মাঠে চলমান সিরিজের জন্য টি-টোয়েন্টি স্কোয়াডে রয়েছেন। অধিনায়ক ক্রেগ আরভিন এবং শন উইলিয়ামসের মতো অভিজ্ঞদেরও আইরিশ সফরের দলে রাখা হয়েছে। 

টেন্ডাই চাতারা, ব্লেসিং মুজারাবানি এবং রিচার্ড এনগারাভাকে নিয়ে সাজানো হয়েছে পেস আক্রমণ। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজের পর এই ফরম্যাটে জিম্বাবুয়ের প্রথম অ্যাসাইনমেন্ট। 

জিম্বাবুয়ের টেস্ট স্কোয়াড: 

ক্রেইগ আরভিন (অধিনায়ক), ব্রায়ান বেনেট, জোনাথন ক্যাম্পবেল, টেন্ডাই চাতারা, তানাকা চিভাঙ্গা, জয়লর্ড গাম্বি, রয় কাইয়া, ক্লাইভ মাদান্দে, ওয়েলিংটন মাসাকাদজা, প্রিন্স মাসভাউর, ব্লেসিং মুজারাবানি, ডিওন মায়ার্স, রিচার্ড এনগারাভা, ভিক্টর নিয়াউচি, শন উইলিয়ামস। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three