Image

আফগানিস্তানের বিপক্ষে স্লো ওভার রেটের জন্য জিম্বাবুয়ের শাস্তি

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 1 দিন আগেআপডেট: 1 সেকেন্ড আগে
আফগানিস্তানের বিপক্ষে স্লো ওভার রেটের জন্য জিম্বাবুয়ের শাস্তি

আফগানিস্তানের বিপক্ষে স্লো ওভার রেটের জন্য জিম্বাবুয়ের শাস্তি

আফগানিস্তানের বিপক্ষে স্লো ওভার রেটের জন্য জিম্বাবুয়ের শাস্তি

হারারেতে আফগানিস্তানের বিপক্ষে শেষ টি-টোয়েন্টি ম্যাচে স্লো ওভার রেটের কারণে জিম্বাবুয়ের খেলোয়াড়দের ম্যাচ ফি-এর ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। লো স্কোরের এই ম্যাচটি আফগানিস্তান তিন উইকেটে জয়লাভ করে।

অন ফিল্ড আম্পায়ার ইকনো চাবি ও ফস্টার মুটিজওয়া, তৃতীয় আম্পায়ার পার্সিভাল সিজারা এবং চতুর্থ আম্পায়ার ল্যাংটন রুসারের অভিযোগের ভিত্তিতে এই শাস্তি দেওয়া হয়।

জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা অভিযোগ স্বীকার করেন এবং আইসিসির এলিট প্যানেলের ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের দেয়া শাস্তি মেনে নেন।

আইসিসি কোড অফ কন্ডাক্টের আর্টিকেল ২.২২ অনুযায়ী এই শাস্তি আরোপিত হয়। এই ধারা অনুযায়ী, নির্ধারিত সময়ে প্রতিটি কম ওভারের জন্য দলের খেলোয়াড়দের ম্যাচ ফি-এর পাঁচ শতাংশ জরিমানা করা হয়।

জিম্বাবুয়ে বর্তমানে আফগানিস্তানকে নিয়ে একটি পূর্ণাঙ্গ সিরিজের আয়োজন করছে, যা তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে শুরু হয়েছে।

প্রথম ম্যাচে স্বাগতিকরা জয়ী হলেও, আফগানিস্তান পরবর্তী দুটি ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নেয়।

এখন দুই দল তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে, যার পর থাকবে দুটি টেস্ট ম্যাচ।

Details Bottom
Details ad One
Details Two
Details Three