এক বলের পেছনে পাঁচ ফিল্ডার যাওয়ার কারণ জানালেন জাকির
এক বলের পেছনে পাঁচ ফিল্ডার যাওয়ার কারণ জানালেন জাকির
এক বলের পেছনে পাঁচ ফিল্ডার যাওয়ার কারণ জানালেন জাকির
চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে লঙ্কানদের ১০ ব্যাটারকে আউট করতে গিয়ে ৭টি ক্যাচ ফেলছে বাংলাদেশের ফিল্ডাররা। আজ অবশ্য দ্বিতীয় ইনিংসে হাসান মাহমুদ আর খালেদের কল্যাণে সকাল-দুপুরের হতাশা উড়িয়ে খুশি মনে দিন পার করল বাংলাদেশ। স্লিপ এবং ফিল্ডিংয়ে বেশ সজাগ ছিল শান্ত, দিপুরা। পাঁচ জন মিলে এক বলের পেছনে ছুটে যাওয়া নিয়ে জাকির বললেন, দল যখন ভালো খেলে তখন এমনিতেই সবার মধ্যে দারুণ কিছু করার তাড়না চলে আসে।
২৫ ওভারে ৬ উইকেট হারিয়ে ১০২ রানে চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনের খেলা শেষ করেছে শ্রীলঙ্কা। তাদের লিড এখন ৪৫৬ রানের। চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনের চা-বিরতির আগে বাংলাদেশের ইনিংস থামে ১৭৮ রানে। প্রথম ইনিংসে শ্রীলঙ্কার তখন লিড ৩৫৩ রানের। ফলোঅন করানোর সুযোগ ছিল, তবে সফরকারীরা নিজেরাই আবার ব্যাট করতে নামে দ্বিতীয় ইনিংসে।
শ্রীলঙ্কার ইনিংসের ২১ তম ওভারের দ্বিতীয় ডেলিভারি, হাসান মাহমুদের বলে প্রবাথ জয়াসুরিয়ার শট। বাউন্ডারি বাঁচাতে এক বলের পেছনে ছুটলেন পাঁচ ফিল্ডার। শুরুতেই দৌড়ান মুমিনুল হক, তার পিছু নেন জাকির ও জয়। পরের তিনজের পেছনেই ছুটতে থাকেন শাহাদাত দিপু ও মেহেদী হাসান মিরাজ।
দিনের খেলা শেষে জাকির হাসানের কাছে জানতে চাওয়া, এক বাউন্ডারি বাঁচাতে কেন ছুটেছেন পাঁচ ফিল্ডার?
'হাসান মাহমুদ খুবই ভালো বোলিং করছে। ওর ডেব্যু ম্যাচ। আপনারাও দেখতে পেরেছেন যে ও খুব ভালো মুভমেন্ট পেয়েছে। ভালো জায়গায় বল করেছে, ভালো লেগেছে। তখন ওই এফোর্টগুলো (ফিল্ডিং) অটোমেটিক্যালি চলে আসে। আমরা সব সময় চেষ্টা করছি ওই ইফোর্টটা ধরে রাখার। কিন্তু ওই সিচুয়েশনটা হয়েছিল যে এফোর্টের কারণে সবাই গিয়ে বলটা চেজ করতে চেয়েছিল।'