Image

বাংলাদেশ শক্তিশালী প্রতিপক্ষ: পাকিস্তান কোচ গিলেস্পি

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 2 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
বাংলাদেশ শক্তিশালী প্রতিপক্ষ: পাকিস্তান কোচ গিলেস্পি

বাংলাদেশ শক্তিশালী প্রতিপক্ষ: পাকিস্তান কোচ গিলেস্পি

বাংলাদেশ শক্তিশালী প্রতিপক্ষ: পাকিস্তান কোচ গিলেস্পি

চতুর্থ দিন শেষে ভালো অবস্থানে বাংলাদেশ। দ্বিতীয় টেস্টেও বাংলাদেশকে ফেভারিট মানছেন পাকিস্তানের কোচ জেসন গিলেস্পি। বাংলাদেশকে বলেছেন শক্তিশালী দল। তবে পাকিস্তানের এমন ব্যর্থতার কারণ জানাতে কন্ডিশনের অযুহাত না গিয়ে নিজেদের পরিকল্পনার দিকে আঙুল উঠালেন প্রধান কোচ গিলেস্পি। 

সোমবার টেস্টের চতুর্থ দিনের খেলা শেষে পাকিস্তানের প্রতিনিধি হয়ে সংবাদসম্মেলনে এসেছিলেন পাকিস্তানের প্রধান কোচ জেসন গিলেস্পি। সেখানে বাংলাদেশকে কৃতিত্ব দিয়ে তিনি বলেন,

"কন্ডিশন নিয়ে আমি খুশি, কোনো আপত্তি নেই। আমাদের পরিকল্পনা হয়ত কাজে আসেনি। আমরা যতটা ভালোভাবে বল করতে পারতাম, তা করতে পারিনি। প্রতিপক্ষ শক্তিশালী। বাংলাদেশকে কৃতিত্ব না দিয়ে উপায় নেই। তবে আমাদের বোলাররা আরও ভালো করতে পারত।"

বাংলাদেশ ভালো খেলেছে এটা মেনে নিয়ে গিলেস্পি আরো বলেছেন, "কন্ডিশন দেখে আমাদের মনে হয়েছে এটাই সেরা কম্বিনেশন। আগের ম্যাচের পারফরম্যান্স প্রতিফলন করে আমরা এই ম্যাচে দল সাজিয়েছি। প্রথম ইনিংসে একটা সময় আমরা বাংলাদেশকে চেপে ধরেছিলাম। বাংলাদেশ ভালো খেলেছে, এটা বলতেই হবে।"

বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে দলে থাকলেও খুব বেশী ভালো করতে পারেনি পাকিস্তানের পেসার শাহীন শাহ আফ্রিদি। দ্বিতীয় টেস্টে তাকে রাখা হয়েছে দলের বাইরে। এ নিয়ে হয়েছে অনেক সমালোচনা। তবে শাহীনকে ভবিষ্যতে সেরা ছন্দে পেতেই তাকে বিশ্রাম দেয়া হয়ে জানিয়ে কোচ বলেন,

 "উইকেট বোধহয় একটু ডাউন ছিল। এসব ক্ষেত্রে আপনি উইকেটের খোঁজে থাকলে হবে না, এটা একটা ট্র্যাপ। আমরা সেই ভুলটাই করেছি। আমরা ভাবছি শাহীন থাকলে হয়ত ভালো হতো। যে অতীতে এসব ক্ষেত্রে অনেক ভালো করেছে। আমরা আসলে শাহীনকে তার সেরা ছন্দে চাই। যাতে সে সব ফরম্যাটে, যথেষ্ট ক্রিকেট খেলতে পারে। এখন প্রচুর খেলা। সে ফিট আছে, সেরা ছন্দে আছে এটা নিশ্চিত করা জরুরী, যাতে সে পাকিস্তানের হয়ে অনেক দিন খেলতে পারে। "

শাহীন দলে না থাকার সমালোচনার জবাব দিয়ে গিলেস্পি আরো বলেন, "কয়েকজন খেলোয়াড়ের উপর নির্ভর করে বসে থাকলে হবে না। আপনাকে বুঝতে হবে বিষয়টা। কন্ডিশন, পিচ এসব দেখতে হবে এবং দলের জন্য সেরা সিদ্ধান্তটাই নিতে হবে।"

Details Bottom
Details ad One
Details Two
Details Three