অবশেষে জিতল ওয়েস্ট ইন্ডিজ
-
1
আমাদের আয় দর্শকের টিকিট নয়, স্পন্সর ও আইসিসি থেকে আসে- মিরাজের বাস্তবতার আভাস
-
2
বিসিএসএ ব্লাস্ট উপলক্ষে বনানীতে রাজশাহী ওয়ারিয়র্সের জার্সি উন্মোচন
-
3
বিসিএসএ ব্লাস্ট উপলক্ষে ইউনাইটেড কিংস ঢাকার জার্সি উন্মোচন
-
4
ক্রিকেটারদের নিয়ে বিতর্কিত মন্তব্য, বিসিবির কারণ দর্শানোর নোটিশ নাজমুল ইসলামকে
-
5
কোয়াবের অবস্থান পুনর্বিবেচনা, শর্তসাপেক্ষে মাঠে ফেরার ঘোষণা
অবশেষে জিতল ওয়েস্ট ইন্ডিজ
অবশেষে জিতল ওয়েস্ট ইন্ডিজ
হ্যাটট্রিক হারের পর অবশেষে জয়ের স্বাদ পেল ওয়েস্ট ইন্ডিজ। চতুর্থ টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে সিরিজে হারের ব্যবধান কমিয়েছে ক্যারিবিয়ানরা। আগে ব্যাট করে ২১৮ রানের পুঁজি পেয়েছিল ইংলিশরা। ১ ওভার আগে ওই রান টপকে জিতে যায় ক্যারিবিয়ানরা।
সেন্ট লুসিয়ায় টসে হেরে ব্যাটিং নেমে ভালো শুরু পেয়েছিল ইংলিশরা। ঝড়ো ব্যাটিংয়ে পাওয়ার প্লে তে ১ উইকেট হারিয়ে ৬৩ রান তোলে তারা। ৩৫ বলে ৫৫ রানের ইনিংস খেলো আউট হন ফিল সল্ট। অধিনায়ক জশ বাটলার করেন ২৩ বলে ৩৮।
ইংল্যান্ডের রান ২০০ পেরোনোর নায়ক জ্যাকব বেথেল। ৩২ বলে ৪ চার, ৫ ছক্কায় ৬২ করেন তিনি। এটি দলের হয়ে সর্বোচ্চ রান। ইংল্যান্ডের শেষ ৫ ওভারে বেথেল ও স্যাম কারান মিলে তোলেন ৬৩ রান। নির্ধারিত ওভারে ইংলিশদের সংগ্রহ দাঁড়ায় ৫ উইকেট হারিয়ে ২১৮ রান।
২১৯ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৯ ওভারে ১৩৬ রানের ওপেনিং জুটি গড়েন এভিন লুইস ও শাই হোপ। রেহান আহমেদের বলে ৬৮ রানে বিদায় নেন লুইস। পরের বলেই রান আউটের ফাঁদে পড়েন হোপ। ২৪ বলে ৫৪ রানের মারকুটে ইনিংস খেলে আউট হন তিনি। তার পরের বলেই ডাক মেরে ফিরে যান নিকোলাস পুরান।
টানা ৩ বলে ৩ উইকেট হারিয়ে সাময়িক চাপে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। তারপর দলকে চাপমুক্ত করেন রোভম্যান পাওয়েল। জন টার্নারের বলে এলবিডব্লুর হয়ে ৩৮ রান করে তিনি ফিরে গেলে বাকি কাজ টা শেষ করেন শেরফেন রাদারফোর্ড। ইংলিশ বোলার মোসলেকে ব্যাক ও ব্যাক ছক্কা হাঁকিয়ে ৬ বল হাতে রেখেই লক্ষ্য তাড়া করে ফেলে রাদারফোর্ড। ১৭ বলে ২৯ রানে অপরাজিত থাকেন তিনি।
ইংলিশদের হয়ে ৩ টি উইকেট নেন রেহান আহমেদ। ম্যাচ সেরা হন শাই হোপ।
