Image

বড় দলের কাতারে থাকতে ভারত সিরিজে ভালো খেলতে চায় বাংলাদেশ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 1 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
বড় দলের কাতারে থাকতে ভারত সিরিজে ভালো খেলতে চায় বাংলাদেশ

বড় দলের কাতারে থাকতে ভারত সিরিজে ভালো খেলতে চায় বাংলাদেশ

বড় দলের কাতারে থাকতে ভারত সিরিজে ভালো খেলতে চায় বাংলাদেশ

আগামীকাল সকাল ১০টায় চেন্নাইয়ে সিরিজের প্রথম টেস্টে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। প্রতিপক্ষ কিংবা কন্ডিশন নিয়ে নয়, টাইগারদের ভাবনা কেবল নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন নিয়ে। ম্যাচ শুরুর আগের দিন সংবাদ সম্মেলনে এসে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বললেন, এসজি বল এবং পিচ নিয়ে চিন্তা নেই বাংলাদেশের। 

সম্প্রতি রাওয়ালপিন্ডিতে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার সুখস্মৃতি নিয়েই বাংলাদেশ দল এবার চেন্নাইয়ে। কাল ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে টেস্ট সিরিজ। চিপকে আজ দলের সঙ্গে যোগ দিলেন সাকিব আল হাসান, ব্যাটিং কোচকে নিয়ে করলেন লম্বা সময়ের অনুশীলনও। 

টেস্ট সিরিজে পাকিস্তানকে ধবলধোলাই করা নাজমুল হোসেন শান্তর দল ভারতেও করতে চায় রেকর্ড, 'এসব সিরিজ যদি ভালো করতে পারি প্রত্যেক দল আমাদের সাথে বেশি বেশি খেলতে চাইবে। অবশ্যই বড় সুযোগ, এখানে কত ভালো খেলতে পারি। আশা করব বাংলাদেশ যেভাবে টেস্ট খেলছে, সব দল আমাদের সাথে খেলতে আগ্রহী হবে।' 

চেন্নাইয়ে প্রথম টেস্টে এসজি বলে খেলতে হবে টাইগারদের। উইকেট-কন্ডিশনের পাশাপাশি বাংলাদেশের বড় চ্যালেঞ্জ এসজি বল? এমন প্রশ্ন যেন রীতিমতো হাওয়ায় উড়িয়ে দিলেন অধিনায়ক শান্ত। এসজি বলে টেস্ট খেলা নিয়ে যা বললেন শান্ত, 

'বাংলাদেশে এসজি বলে প্র্যাকটিস করেছি। এখানে আসার পরও এসজি বলে বেশ কয়েকটা সেশন হয়েছে। মোটামুটি খুব ভালোভাবেই প্রত্যেক ব্যাটার মানিয়ে নিয়েছে। তাদের বোলিং অ্যাটাক ভালো, চ্যালেঞ্জ থাকবেই। চ্যালেঞ্জ নেওয়ার জন্য সবাই প্রস্তুত। বল নিয়ে খুব বেশি মাথা ঘামানোর প্রয়োজন আছে বলে আমার কাছে মনে হয় না। সবাই অনেক দিন ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছে, এ ধরনের জিনিস মানিয়ে নেওয়ার সামর্থ্য সবার আছে।'

Details Bottom
Details ad One
Details Two
Details Three