Image

২টায় জানা যাবে ম্যাচ শুরুর সময়

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 3 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
২টায় জানা যাবে ম্যাচ শুরুর সময়

২টায় জানা যাবে ম্যাচ শুরুর সময়

২টায় জানা যাবে ম্যাচ শুরুর সময়

আজ ২১ আগস্ট রাওয়ালপিন্ডিতে শুরু বাংলাদেশ-পাকিস্তান সিরিজের প্রথম টেস্ট। ম্যাচ শুরুর দুইদিন আগেই পাকিস্তান তাদের সেরা একাদশ প্রকাশ করে। বৃষ্টি ও ভেজা আউটফিল্ডের কারণে টস হতে দেরি। লাঞ্চ বিরতির পর বাংলাদেশ সময় দুপুর ২টায় ফের মাঠ পরিদর্শন করে আম্পায়াররা জানাবেন ম্যাচ শুরুর সময়।

 

বাংলাদেশ সময় দুপুর ১টায় লাঞ্চ বিরতি শুরু হয় প্রথম দিনের।একই সময়ে মাঠ পরিদর্শন করে আম্পায়াররা। তারপর জানা যায় আবার তারা নামবেন দুপুর ২টায়। 

আম্পায়াররা সময় নির্ধারণ করলে টস করতে নামবেন দুই দেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও শান মাসুদ।

রাওয়ালপিন্ডি টেস্টে কোন স্পিনার খেলাচ্ছে না পাকিস্তান। উইকেট কেমন হবে তাতে পরিস্কার। বোলিং আক্রমণ পুরোপুরি পেসনির্ভর। রাওয়ালপিন্ডিতে শান মাসুদের নেতৃত্বে চার পেসার নিয়ে মাঠে নামবে স্বাগতিক দল। পেস বান্ধব উইকেট হলেও সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজের স্পিনে ভরসা রাখবে বাংলাদেশ। 

ওপেনার মাহমুদুল হাসান জয় কুঁচকির চোটে এই টেস্টে আগেই ছিটকে গেছেন। তার বদলে একাদশে থাকবেন সাদমান ইসলাম। জাকির হাসানের সঙ্গে ইনিংস ওপেন করবেন তিনি।

এবার নতুন ভাবে দেখা যাবে বাবর আজমকে ৪ নম্বর পজিশনে। আব্দুল্লাহ শফিকের সাথে ওপেনিংয়ে থাকবেন সাইম আইয়ুব। তিন নম্বরে ব্যাট করতে নামবেন অধিনায়ক শান মাসুদ। নাসিম শাহ লাল বলের ক্রিকেটে ফিরেছেন ১৩ মাস পরে। মোহাম্মদ আলিও সেরা একাদশে জায়গা পেয়েছেন শাহীন শাহ আফ্রিদির সঙ্গে। 

২১-২৫ আগস্ট রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে মাঠে গড়াবে প্রথম টেস্ট।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: জাকির হাসান, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ ও নাহিদ রানা।

পাকিস্তান একাদশ: শান মাসুদ (অধিনায়ক), সৌদ শাকিল (সহ-অধিনায়ক), সাইম আইয়ুব, আবদুল্লাহ শফিক, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সালমান আলী আগা, খুররম শেহজাদ, মোহাম্মদ আলী, নাসিম শাহ ও শাহিন শাহ আফ্রিদি।

Details Bottom