Image

৯ দলের টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ, বাংলাদেশ এইচপির ম্যাচ কবে, কখন?

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 8 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
৯ দলের টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ, বাংলাদেশ এইচপির ম্যাচ কবে, কখন?

৯ দলের টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ, বাংলাদেশ এইচপির ম্যাচ কবে, কখন?

৯ দলের টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ, বাংলাদেশ এইচপির ম্যাচ কবে, কখন?

অস্ট্রেলিয়ার ডারউইনে আজ থেকে শুরু হচ্ছে টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ। বাংলাদেশ এইচপি দল তাদের প্রথম ম্যাচ খেলবে মেলবোর্ন রেনেগেডস একাডেমির বিপক্ষে, ১১ আগস্ট তারিখে। ৯ দলের এই টুর্নামেন্টে বাংলাদেশের নেতৃত্ব দেবেন আকবর আলি। 

অস্ট্রেলিয়ার ঘরোয়া এই ২০ ওভারের প্রতিযোগিতায় বিগ ব্যাশের দলগুলোর সঙ্গে খেলবে বাংলাদেশ এইচপি, পাকিস্তান শাহীনস। আকবর আলির নেতৃত্বে লিগ পর্বে বাংলাদেশ ৬টি ম্যাচ খেলবে ভিন্ন-ভিন্ন দলের বিপক্ষে। 

টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে মোট নয়টি দল শিরোপার জন্য লড়বে। পাঁচবারের বিগ ব্যাশ লিগ (বিবিএল) চ্যাম্পিয়ন পার্থ স্কর্চার্স, অ্যাডিলেড স্ট্রাইকার্স এবং তাসমানিয়ান টাইগার্স প্রথমবারের মতো বাংলাদেশ এইচপি দল খেলবে এই আসর। 

টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস। রাউন্ড রবিন পর্বে নয়টি দল ছয়টি করে ম্যাচ খেলবে। রাউন্ড রবিন পর্বে ২৭টি খেলা হবে ৯ থেকে ১৭ আগস্ট পর্যন্ত। টুর্নামেন্টের দুই সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচের জন্য সময় নির্ধারণ করা হয়েছে ১৮ আগস্ট। বাংলাদেশ এইচপি দল অস্ট্রেলিয়া ত্যাগ করবে ১৯ আগস্ট।  

টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ এইচপি দলের ম্যাচ সূচি-

১১ অগাস্ট- প্রথম টি-টোয়েন্টি বনাম মেলবোর্ন রেনেগেডস, সকাল ৬:৩০ মিনিট
১২ অগাস্ট- ২য় টি-টোয়েন্টি বনাম হোবার্ট হারিকেন্স, দুপুর ২:৩০ মিনিটর
১৪ আগস্ট- তৃতীয় টি-টোয়েন্টি বনাম অ্যাডিলেড স্ট্রাইকার্স, সকাল ৯:৩০ মিনিট
১৫ আগস্ট- ৪র্থ টি-টোয়েন্টি বনাম অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরি, সকাল ৯:৩০ মিনিট
১৬ অগাস্ট- ৫ম টি-টোয়েন্টি বনাম পাকিস্তান শাহীনস, দুপুর ২:৩০ মিনিট
১৭ আগস্ট- ৬ষ্ঠ টি-টোয়েন্টি বনাম পার্থ স্কর্চার্স, সকাল ১০:৩০ মিনিট

বাংলাদেশ এইচপি স্কোয়াড- তানজিদ হাসান তামিম, জিশান আলম, পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন ধ্রুব, শামীম হোসেন পাটোয়ারী, আরিফুল ইসলাম, আকবর আলি (অধিনায়ক), ওয়াসি সিদ্দিকী, রাকিবুল হাসান, আলিস আল ইসলাম, মাহফুজুর রহমান রাব্বি (সহ অধিনায়ক), আবু হায়দার রনি, মুকিদুল ইসলাম মুগ্ধ, রিপন মন্ডল, মারুফ মৃধা। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three