Image

রাওয়ালপিন্ডিতে ইতিহাস গড়ল বাংলাদেশ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 3 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
রাওয়ালপিন্ডিতে ইতিহাস গড়ল বাংলাদেশ

রাওয়ালপিন্ডিতে ইতিহাস গড়ল বাংলাদেশ

রাওয়ালপিন্ডিতে ইতিহাস গড়ল বাংলাদেশ

রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে নতুন ইতিহাস লিখল বাংলাদেশ। টেস্ট ক্রিকেটে পাকিস্তানের বিপক্ষে প্রথম জয়। পাকিস্তানকে ব্যাকফুটে ঠেলে দেওয়ার কাজটা এদিন করেন মূলত সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ। আর তাতেই টেস্ট ক্রিকেটে বাংলাদেশের বিপক্ষে সর্বনিম্ন রানে গুটিয়ে যাওয়ার লজ্জার রেকর্ড (১৪৬) পাকিস্তানের সঙ্গী। ইতিহাস গড়তে বাংলাদেশের দরকার ছিল মাত্র ৩০ রান! যা বাংলাদেশ টপকে যায় বিনা উইকেটে। 

১০ উইকেটের বড় জয়ে সিরিজ শুরু করল নাজমুল হোসেন শান্তর দল। টেস্ট ক্রিকেটের ইতিহাসে দেশের বাইরে উইকেটের হিসাবে এটিই বাংলাদেশের সবচেয়ে বড় ব্যবধানের জয়। ঘরের মাঠে শেষ ৩ বছরে ৯টি টেস্ট খেলা পাকিস্তান জিততে পারেনি একটিতেও। 

সাকিব-মিরাজের স্পিন বিষে নীল হয়ে পাকিস্তানের দ্বিতীয় ইনিংস থামল ১৪৬ রানে। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট নেন মেহেদী হাসান মিরাজ। সাকিব আল হাসান শিকার করেন গুরুত্বপূর্ণ ৩ উইকেট। পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট জয়ের স্বপ্ন দেখান বোলাররা। রিজওয়ান বাদে কোনো ব্যাটসম্যানই বাংলাদেশি বোলারদের সত্যিকার অর্থে চ্যালেঞ্জ জানাতে পারেনি।

জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল মাত্র ৩০ রান। সহজ লক্ষ্য তাড়ায় নেমে জাকির হাসান, সাদমান ইসলামের দাপট। কোনো উইকেট না হারিয়ে তারা বাংলাদেশকে লিখে দেন ইতিহাস। রাওয়ালপিন্ডিতে ইতিহাস গড়ল বাংলাদেশ, টেস্ট ক্রিকেটে সবচেয়ে বড় জয় উইকেটের হিসাবে। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three