এটা এক পরাবাস্তব অভিজ্ঞতা- ভিরাট কোহলি

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 1 মাস আগে আপডেট: 1 সেকেন্ড আগে
এটা এক পরাবাস্তব অভিজ্ঞতা- ভিরাট কোহলি

এটা এক পরাবাস্তব অভিজ্ঞতা- ভিরাট কোহলি

এটা এক পরাবাস্তব অভিজ্ঞতা- ভিরাট কোহলি

দুই মাসের বিরতি থেকে ফিরেছেন ভিরাট কোহলি। এই দুই মাস পরিবারের সাথে সময় কাটিয়েছেন। পরিবারে নতুন শিশুর জন্ম হয়েছে। সবমিলিয়ে কোহলির জন্য আনন্দের ও পরিপূর্ণ এক সময় ছিল। যা গতকাল (সোমবার) পাঞ্জাব কিংসের সাথে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে জানালেন তিনি। 

গতকাল পাঞ্জাবের বিপক্ষে ওপেনিংয়ে নেমে দলকে জয়ের পথ সহজ করে দেন কোহলি। তাঁর ৪৯ বলে ৭৭ রানের ইনিংসে সাহস পেয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এমন ইনিংসের দিনে ম্যাচ-সেরার পুরস্কারও জুটেছে কোহলির ঝুলিতে। খুব আনন্দিত এক আয়োজন তাঁর জন্য।

ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাটিতে টেস্ট সিরিজ খেলেননি কোহলি। সময়টা পরিবারের সাথে কাটিয়েছেন। এই অভিজ্ঞতার কিছু বর্ণনা গতকাল দিলেন তিনি। শুধু বর্ণনা দিলেন এমন নয়, যেন গল্পের মতো করে উপভোগ করেছেন সেই কাটানো সময়টা- তাঁর কথা শুনে তেমনই মনে হয়েছে। 

কোহলি বলেন, “আমরা দেশে ছিলাম না। আমরা এমন জায়গায় ছিলাম, যেখানে লোকেরা আমাকে চিনতে পারবে না। শুধু পরিবার হয়ে একসাথে সময় কাটানো, স্বাভাবিক দুইটি মাস। আমার জন্য, আমাদের পরিবারের জন্য এটা এক পরাবাস্তব অভিজ্ঞতা। আমি স্রষ্টার প্রতি এর চেয়ে বেশি কৃতজ্ঞ হতে পারি না যে, আমি আমার পরিবারের সাথে সময় কাটাচ্ছি।“ 

পরিবারের সাথে একান্তে সময় কাটিয়ে কোহলি এখন আবারও ক্রিকেটের মাঠে। কাটানো সময়গুলো কতটা উপভোগ করেছেন তা বললেন। তিনি এই অভিজ্ঞতা অনেকদিন অর্জন করেননি, যেখানে তাঁর নাম বলা হচ্ছে না। যেখানে তিনি নীরব ও নিভৃত। এখন যখন মাঠে ফিরেছেন, সেই শব্দ ও চিৎকার আবারও ফিরে এসেছে। এই সবকিছুই আনন্দের সাথে নিয়েছেন এই ক্রিকেটার। 

কোহলি বলেন, “কিন্তু এটা সুন্দর ছিল। এটা একটা আশ্চর্যজনক অভিজ্ঞতা, যে রাস্তায় অন্য একজন মানুষ হয়ে ঘুরছি এবং কেউ চিনতে পারছে না। এমন এক জীবন চালিয়ে যাওয়া, যেটা সাধারণত মানুষ প্রতিদিন করে থাকে।"