Image

বাংলাদেশের টেস্ট ক্যাপ্টেন হতে চান তাইজুল

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 12 ঘন্টা আগেআপডেট: 10 মিনিট আগে
বাংলাদেশের টেস্ট ক্যাপ্টেন হতে চান তাইজুল

বাংলাদেশের টেস্ট ক্যাপ্টেন হতে চান তাইজুল

বাংলাদেশের টেস্ট ক্যাপ্টেন হতে চান তাইজুল

বাংলাদেশের অভিজ্ঞ বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম এবার সামনে এলেন নতুন ভূমিকায়, টেস্ট অধিনায়কত্ব নিতে প্রস্তুত তিনি। দেশজুড়ে যখন নাজমুল হোসেন শান্তর পর টেস্ট নেতৃত্ব নিয়ে চলছে নানা জল্পনা, তখন শান্ত কণ্ঠে কিন্তু আত্মবিশ্বাসী উচ্চারণে নিজের আগ্রহের কথা জানিয়েছেন এই অভিজ্ঞ স্পিনার।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তাইজুল বলেন, "আমি মনে করি অধিনায়ককে জায়গা দেওয়া জরুরি। অধিনায়কের কথা গুরুত্ব পেলে এবং তার ওপর আস্থা থাকলে দল ভালো খেলবে। আমার অভিজ্ঞতা আছে, তাই যদি দায়িত্ব আসে তাহলে আমার পক্ষে না বলার সুযোগ নেই। আমি বিশ্বাস করি, যেটা দরকার সেটা আমি করতে পারি। তবে এটা লোভের বিষয় না।"

টেস্ট অধিনায়ক হিসেবে শান্ত ছিলেন বাংলাদেশের সবচেয়ে সফল নাম। ১৪ ম্যাচে ৪ জয় ও ১ ড্রতে তার জয় শতাংশ ২৮.৫৭, যা সাকিব আল হাসান (২১.০৫) ও মুশফিকুর রহিম (২০.৫৮) এর চেয়েও বেশি। কিন্তু ওয়ানডে নেতৃত্ব হারানোর পর বোর্ডের সঙ্গে মতবিরোধে শান্ত সরে দাঁড়ানোয় টেস্ট দল পড়ে গেছে নতুন নেতার সন্ধানে।

বোর্ডের ভেতরে থেকে জানা যাচ্ছে, ওয়ানডে ও টেস্টে ভিন্ন অধিনায়কের পক্ষে মত দিচ্ছেন অনেকেই। মেহেদী হাসান মিরাজের নামও বিবেচনায় থাকলেও ওয়ানডেতে অধিনায়কত্ব দেওয়া হয়েছে কেবল। অন্যদিকে, তাইজুলের জায়গা টেস্ট একাদশে প্রায় নিশ্চিত, দীর্ঘ সময় ধরে দলে থাকা, অভিজ্ঞতা এবং ধারাবাহিক পারফরম্যান্স সব মিলিয়ে তিনি হতে পারেন সম্ভাব্য অপশন।

২০২১ সালের শ্রীলঙ্কা সিরিজের পর থেকে বিদেশের মাটিতেও তাইজুল বোলিংয়ে হয়ে উঠেছেন আরও নিয়ন্ত্রিত। বলের গতি পরিবর্তনে তার দক্ষতা বাড়ছে বলে মনে করছেন বিশ্লেষকরা, আর নিজেও তা স্বীকার করলেন তিনি। "পেস ভ্যারিয়েশন খুবই গুরুত্বপূর্ণ। একই গতির দুইটা বল একটা টার্ন করবে, আরেকটা সোজা যাবে ব্যাটারদের জন্য খুব কঠিন। এটা বড় বড় স্পিনাররাও করে,"

তিনি আরো বলেন, "বয়স ও অভিজ্ঞতা বড় ফ্যাক্টর। বয়স হলে আপনি ঠিক জায়গায় বল রাখতে পারবেন। আগে বিদেশে অনেক টেস্ট খেলিনি, কিন্তু এখন অভিজ্ঞতা এসেছে। আলহামদুলিল্লাহ, আমি সময় পেয়েছি এবং ধীরে ধীরে উন্নতি করেছি।"

তাইজুলের এসব বক্তব্য স্পষ্ট করে দেয় যে তিনি কেবল সুযোগের অপেক্ষায় আছেন না, বরং মানসিকভাবে প্রস্তুত আছেন জাতীয় দলের হাল ধরতে। এখন সিদ্ধান্ত বোর্ডের তারা কি অভিজ্ঞতাকে গুরুত্ব দেবে, নাকি তরুণ নেতৃত্বে আস্থা রাখবে, সেটাই দেখার বিষয়। তবে একটা বিষয় নিশ্চিত বাংলাদেশের টেস্ট দল এখন এক সংবেদনশীল সন্ধিক্ষণে দাঁড়িয়ে। আর সেই সন্ধিক্ষণে নেতৃত্ব নিয়ে উঠে এলেন একজন নির্ভরযোগ্য বাঁহাতি।

Details Bottom
Details ad One
Details Two
Details Three