Image

শ্রীলঙ্কাকে ১৭৮ রানের বড় টার্গেট দিল বাংলাদেশ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 6 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
শ্রীলঙ্কাকে ১৭৮ রানের বড় টার্গেট দিল বাংলাদেশ

শ্রীলঙ্কাকে ১৭৮ রানের বড় টার্গেট দিল বাংলাদেশ

শ্রীলঙ্কাকে ১৭৮ রানের বড় টার্গেট দিল বাংলাদেশ

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ ১-১ করার পথে বাংলাদেশ। ৭ রানের মধ্যে ২ উইকেট হারানোর পর বাংলাদেশের দারুণ কামব্যাক। ৫ ছক্কায় ৫০ বলে ৭৬ রানের ইনিংস খেলেন অধিনায়ক লিটন দাস। শেষ দিকে শামীম হোসেন পাটোয়ারির ব্যাট থেকে আসে ৪৮ রানের ক্যামিও। 

শুরুর বিপর্যয় সামলে বাংলাদেশ স্কোরবোর্ডে জমা করেছে ১৭৭ রানের বড় সংগ্রহ। সিরিজ ১-১ সমতায় ফেরাতে হলে এবার বোলারদের দায়িত্ব নেওয়ার পালা। 

ডাম্বুলায় সিরিজ বাঁচানোর লড়াইয়ে বাংলাদেশের ইনিংস থামল ১৭৭ রানে। ইনিংসের প্রথম দুই ওভারেই দুই ওপেনারকে হারানোর পর তাওহীদ হৃদয় ও লিটন দাসের ৫৫ বলে ৬৯ রানের জুটিতে লড়াইয়ে ফেরে টাইগাররা। ২৫ বলে ৩১ রান করে হৃদয় আউট হয়ে গেলেও দারুণভাবে দলের সংগ্রহ টানতে থাকেন ক্যাপ্টেন লিটন দাস।

লঙ্কান বোলারদের শাসন করে ১৩ ইনিংস পর ফিফটি পান লিটন। ইনিংসের শেষদিকে তাঁর সঙ্গে যোগ দেন শামীম হোসেন পাটয়ারি। লিটনের ৫০ বলে ৭৬ ও শামীমের ২৭ বলে ৪৮ রানের জুটিতে লড়াই করার মতো পুঁজি পেয়েছে বাংলাদেশ।

Details Bottom