আজ থেকে অনলাইনে পাওয়া যাচ্ছে পাকিস্তান সিরিজের টিকিট

আজ থেকে অনলাইনে পাওয়া যাচ্ছে পাকিস্তান সিরিজের টিকিট
আজ থেকে অনলাইনে পাওয়া যাচ্ছে পাকিস্তান সিরিজের টিকিট
বাংলাদেশ-পাকিস্তান মধ্যকার টি-টোয়েন্টি সিরিজের টিকিট বিক্রি এবার সম্পূর্ণ অনলাইনে করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৫ জুলাই থেকে শুরু হবে টিকিট বিক্রি। বিসিবির নির্ধারিত ওয়েবসাইট www.gobcbticket.com.bd থেকে কিনতে পারবেন দর্শকেরা।
বিসিবি পরিচালক মাহবুব আনাম জানিয়েছেন, এবার মাঠে প্রবেশের জন্য প্রিন্টেড কপি সঙ্গে আনতে হবে না মোবাইলে ই-টিকিট দেখালেই ঢোকা যাবে। তিনি আরও জানান, টিকিট বিক্রির পুরো প্রক্রিয়া এবার থেকে অনলাইনভিত্তিক, ব্যাংক থেকে সরাসরি বিক্রির ব্যবস্থা রাখা হয়নি।
মধুমতি ব্যাংক পিএলসির সঙ্গে বিসিবির তিন বছরের চুক্তি থাকলেও, এবারের সিরিজে ব্যাংকের কোনো ব্রাঞ্চ থেকে টিকিট বিক্রি হবে না। অতীতের কিছু বিড়ম্বনামূলক অভিজ্ঞতার কারণে এই সিদ্ধান্ত নিয়েছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।
তবে ম্যাচের দিন যদি কোনো টিকিট অবিক্রিত থাকে, সেগুলো স্টেডিয়ামের বাইরে নির্ধারিত বুথে পাওয়া যেতে পারে। এ সংক্রান্ত তথ্য পরে বিসিবির ডিজিটাল মাধ্যমে জানানো হবে।
টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে এভাবে:
ইস্টার্ন গ্যালারি: ৩০০ টাকা
শহীদ আবু সাঈদ স্ট্যান্ড ও নর্দার্ন গ্যালারি: ৪০০ টাকা
ক্লাব হাউজ: ৮০০ টাকা
ইন্টারন্যাশনাল গ্যালারি: ১,৫০০ টাকা
গ্র্যান্ড স্ট্যান্ড: ২,৫০০ টাকা
ইন্টারন্যাশনাল লাউঞ্জ: ৩,৫০০ টাকা
এছাড়া, ২০২৪ সালের ঐতিহাসিক জুলাই আন্দোলনের স্মরণে শের-ই-বাংলা স্টেডিয়ামের ব্লক ৩৬ এর ১০০টি টিকিট আহতদের মাঝে বিনামূল্যে বিতরণ করবে বিসিবি।
উল্লেখ্য, ২০, ২২ ও ২৪ জুলাই মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।