Image

নাইটওয়াচম্যানের দায়িত্ব পেয়ে খুশি তাইজুল, জয়ের আশা বাংলাদেশের

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 7 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
নাইটওয়াচম্যানের দায়িত্ব পেয়ে খুশি তাইজুল, জয়ের আশা বাংলাদেশের

নাইটওয়াচম্যানের দায়িত্ব পেয়ে খুশি তাইজুল, জয়ের আশা বাংলাদেশের

নাইটওয়াচম্যানের দায়িত্ব পেয়ে খুশি তাইজুল, জয়ের আশা বাংলাদেশের

শ্রীলঙ্কার রানের পাহাড়ের পর মাহমুদুল হাসান জয়কে হারিয়ে দিন শেষ বাংলাদেশের। এর আগে জাকির-জয়ের উদ্বোধনী জুটিতে আসে ৪৭ রান। সবশেষ সাত টেস্টের ১৩ ইনিংসে এটাই বাংলাদেশের সর্বোচ্চ রানের উদ্বোধনী জুটি। স্বাচ্ছন্দ্যে খেলতে থাকা জাকির হাসান অপরাজিত ৩৯ বলে ২৮ রানে, তার সঙ্গী হিসাবে ক্রিজে নাইটওয়াচম্যান তাইজুল ইসলাম। দলের বিপর্যয়ের কথা ভেবেই শেষ বিকেলে ব্যাটিংয়ে নেমেছেন তাইজুল, নিজের ইচ্ছেতে তিনে নেমে হয়েছেন খুশিও। জয়ের ব্যাপারে আশাবাদী ডেভিড হেম্প বলে জানিয়ে দিলেন কালকের পরিকল্পনাও।

চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ১৫ ওভারে ১ উইকেটে ৫৫ রান। পিছিয়ে আছে ৪৭৬ রানে। ওপেনার জাকিরের সঙ্গে অপরাজিত নাইটওয়াচম্যান তাইজুল। এর আগে দিনের শেষ সেশনে শ্রীলঙ্কা প্রথম ইনিংসে অলআউট হয় ৫৩১ রানের রেকর্ড গড়ে।

ওপেনার জয়ের বিদায়ের পর তাইজুলকে ফের নামিয়ে দেওয়া হল নাইটওয়াচম্যান হিসাবে। সিলেট টেস্টে একই ভূমিকায় নেমে তাইজুল খেলেছিলেন দলের পক্ষে সর্বোচ্চ রানের ইনিংস। ৪৭ রান তার ক্যারিয়ার সেরা ইনিংস। তাইজুলকে চট্টগ্রামেও নাইটওয়াচম্যানের ভূমিকায় দেখা গেল, এর পেছনের গল্প শোনালেন ব্যাটিং কোচ ডেভিড হেম্প।

'আগের ম্যাচে তো সে দারুণ একটি ইনিংস খেলেছে (নাইটওয়াচম্যান হিসাবে নেমে)। ফলে এবার যখন আমরা তার সাথে বিষয়টি নিয়ে আলাপ করলাম সে রাজি হল। ফলে এখানে কোনো সমস্যা নেই। সে এটি করতে রাজি আছে এবং খুশি আছে। দারুণ ব্যাপার।'

বড় সংগ্রহ জমা করে ম্যাচের ফলে কী আশা করছেন? এমন প্রশ্নের জবাবে ব্যাটিং কোচ জানালেন, তারা এই ম্যাচে জয়ের ব্যাপারে এখনও আশাবাদী। ম্যাচ জিততে বা ম্যাচ বাঁচাতে কাল পাড়ি দিতে হবে কঠিন পথ। ৫৫ করা বাংলাদেশ পিছিয়ে আছে ৪৭৬ রানে।

ডেভিড হেম্প সংবাদ সম্মেলনে বলে দিয়েছেন কালকের পরিকল্পনাও,

'আমরা এখনও ম্যাচ জেতার আশা করছি। যদিও এটা শুনতে উদ্ভট লাগতে পারে যখন আপনি ৪৮০ রান পিছিয়ে আছেন। এখানে আমাদের কালকে ভালো খেলতে হবে। যদি কালকের দিনটায় দাপট দেখাতে পারি তাহলে ভালো। ব্যাটিংয়ের ব্যাপারে আসলে কেউ কিছু জানে না কী হতে পারে সামনে। তবে সবার আগে আমাদের কাল তিন সেশন ভালো ব্যাটিং করতে হবে।'

Details Bottom
Details ad One
Details Two
Details Three