আরিফুল হকের ব্যাটিং ঝড়ে অবশেষে জিতল সিলেট
আরিফুল হকের ব্যাটিং ঝড়ে অবশেষে জিতল সিলেট
আরিফুল হকের ব্যাটিং ঝড়ে অবশেষে জিতল সিলেট
টেবিলের তলানিতে থাকা দুই দলের লড়াইয়ে শেষ হাসি সিলেট স্ট্রাইকার্সের। টানা তিন হারের পর অবশেষে হোম ক্রাউডের সামনে জিতল সিলেট। আগেই হারের ফাইফার পূর্ণ করা ঢাকা ক্যাপিটালস হারলো আরও এক ম্যাচ। দলের পরাজয়ে ম্লান হয়ে রইলেন লিটন দাস।
পরাজয়ের বৃত্ত থেকে যেন বের হওয়ার পথই খোঁজে পাচ্ছে না থিসারা পেরেরার দল। একে-একে টানা ছয় ম্যাচ হারের স্বাদ পেল এবারের বিপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি ঢাকা ক্যাপিটালস।
ঘরের দল সিলেটের বিপক্ষে টসে জিতে আগে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ১৯৩ রানের সংগ্রহ পায় ঢাকা ক্যাপিটালস। ব্যর্থতার বৃত্তে ঘুরতে থাকা লিটন দাস আজ ফিরলেন তার চেনা ছন্দে। ২৯ বলে এবারের বিপিএলে প্রথম ফিফটি পাওয়া লিটন দাস শেষপর্যন্ত আউট হন সর্বোচ্চ ৭৩ রানের ইনিংস খেলে।
এছাড়া মুনিম শাহরিয়ারের ব্যাট থেকে আসে ৫২ রান। লিটন-মুনিমের ১২৯ রানের জুটিতেই বড় রানের পথ খোঁজে পেয়ে যায় ঢাকা। মাঝে সাব্বির রহমান ১০ বলে ২৩ রানের ক্যামিও ইনিংস খেলেন। থিসারা পেরেরা ৯ বলে করেন ১৮ রান। লিটন দাস তার ৭৩ রানের ইনিংস সাজান ৪৩ বলেম ১০ চার ও ১ ছক্কায়।
১৯৪ রানের বড় লক্ষ্য তাড়ায় নেমে রাহকিম কর্নওয়ালের গোল্ডেন ডাক। মুস্তাফিজুর রহমানের বলে কর্নওয়াল লেগ বিফোরের ফাঁদে পড়েন কর্নওয়াল। আরেক ওপেনার জর্জ মানসিও বড় ইনিংস খেলতে পারেননি, ৮ বলে ১১ রান করে আবু জায়েদ রাহির বলে তুলেন ক্যাচ। তবে সিলেটকে স্বস্তি এনে দেন তিনে নামা জাকির হাসান।
দারুণ সব স্ট্রোক্সে ২৫ বলেই পঞ্চাশ রান পেয়ে যান জাকির। ফিফটি পর্যন্ত যেতেই জাকির হাঁকিয়ে বসেন ৭ চার ও ২ ছক্কা। মাঝে অ্যারন জোন্স ১৪, নাহিদুল ইসলাম ১১ রান করে বিদায় নেন। জাকের আলি অনিক, রনি তালুকদারও দলকে জয়ের পথে এগিয়ে নিয়ে যান। দলকে জেতাতে আরিফুল হক শেষবেলায় তুলেন তাণ্ডব।