আইপিএলে ৩ বিদেশি ও ২ দেশি ক্রিকেটারকে রিটেইন করল সানরাইজার্স হায়দ্রাবাদ
আইপিএলে ৩ বিদেশি ও ২ দেশি ক্রিকেটারকে রিটেইন করল সানরাইজার্স হায়দ্রাবাদ
আইপিএলে ৩ বিদেশি ও ২ দেশি ক্রিকেটারকে রিটেইন করল সানরাইজার্স হায়দ্রাবাদ
আইপিএল (ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ) এ অন্যতম সফল দল সানরাইজার্স হায়দ্রাবাদ। আসন্ন আসরকে সামনে রেখে রিটেইন করা ক্রিকেটারের নাম জানিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। ৩ ওভারসিজ ক্রিকেটার ও ২ ভারতীয় ক্রিকেটারকে ধরে রেখেছে তাঁরা।
অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স ও ট্রাভিস হেড, দক্ষিণ আফ্রিকার হেনরিখ ক্লাসেন ও দুই ভারতীয় অভিষেক শর্মা ও নিতিশ কুমার রেড্ডিকে দলে ধরে রেখেছে তাঁরা।
অজি অধিনায়ক প্যাট কামিন্সকে রিটেইন করতে ১৮ কোটি রুপি খরচ হয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। তাঁর স্বদেশী ট্রভিস হেডের পেছনে খরচ ১৪ কোটি রুপি। খরচ বেশি হয়েছে হেনরিখ ক্লাসেনকে ধরে রাখতে, ২৩ কোটি রুপি।
নিতিশ কুমার রেড্ডিকে ৬ কোটি রুপিতে রিটেইন করলেও অভিষেক শর্মাকে রিটেইন করতে লেগেছে ১৪ কোটি রুপি।
রিটেনশনেই ৭৫ কোটি রুপি খরচ করা সানরাইজার্স হায়দ্রাবাদের পার্সে অবশিষ্ট আছে। আইপিএল নিলামে তাঁরা রাইট টু ম্যাচ (আরটিএম) এর সুবিধা পাবে ১ টি।
২০১৬ সালের চ্যাম্পিয়ন সানরাইজার্স হায়দ্রাবাদ গেলবারের আইপিএলে ছিল রানার আপ। ওয়াশিংটন সুন্দর, থাঙ্গারাসু নটরাজন ও ভুবনেশ্বর কুমারের মত ক্রিকেটারদের রিটেইন করেনি তাঁরা।
সানরাইজার্স হায়দ্রাবাদের রিটেইন করা ক্রিকেটার-
প্যাট কামিন্স (১৮ কোটি), অভিষেক শর্মা (১৪ কোটি), নিতিশ কুমার রেড্ডি (৬ কোটি), হেইনরিখ ক্লাসেন (২৩ কোটি) ও ট্রাভিস হেড (১৪ কোটি)।