Image

কুককে ছাড়িয়ে যাওয়ার দিনে রুট লিখেন আরও যত রেকর্ড

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 2 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
কুককে ছাড়িয়ে যাওয়ার দিনে রুট লিখেন আরও যত রেকর্ড

কুককে ছাড়িয়ে যাওয়ার দিনে রুট লিখেন আরও যত রেকর্ড

কুককে ছাড়িয়ে যাওয়ার দিনে রুট লিখেন আরও যত রেকর্ড

লর্ডসে ইংল্যান্ড এবং শ্রীলঙ্কার মধ্যে চলমান দ্বিতীয় টেস্টে নিজের ৩৪ তম টেস্ট সেঞ্চুরি করেছেন জো রুট। এর মাধ্যমে ইংল্যান্ডের হয়ে টেস্টে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড এখন রুটের দখলে। এই রেকর্ড আগে ছিলো অ্যালিস্টার কুকের, তিনি করেছিলেন ৩৩ টা সেঞ্চুরি। 

সেইসাথে সুনীল গাভাস্কার, ব্রায়ান লারা, মাহেলা জয়াবর্ধনে এবং ইউনিস খানের সর্বাধিক শতরানের জন্য শীর্ষ-১০ জনের তালিকার এলিট ক্লাবে প্রবেশ করেছেন জো রুট। এরা প্রত্যেকেই  যৌথভাবে ষষ্ঠ স্থানে রয়েছে। তালিকার সবার উপরে রয়েছেন শচীন টেন্ডুলকার (৫১) তারপর যথাক্রমে জ্যাক ক্যালিস (৪৫), রিকি পন্টিং (৪১), কুমার সাঙ্গাকারা (৩৮) এবং রাহুল দ্রাবিড় (৩৬) এর পরে। 

ইংল্যান্ডের হয়ে টেস্টে সবচেয়ে বেশি ৩৪ টি সেঞ্চুরি করেছেন জো রুট। তারপর যথাক্রমে  অ্যালিস্টার কুক  ৩৩ টি, কেভিন পিটারসেন ২৩ টি,  ওয়ালি হ্যামন্ড ২২ টি , কলিন কাউড্রে ২২, ল্যান বেল ২২ টি। 

মাত্র ৯ জন ব্যাটার আন্তর্জাতিক ক্রিকেটে ৫০ টি বা তার বেশি সেঞ্চুরি করেছেন। এই তালিকায়  সর্বশেষ প্রবেশকারী জো রুট। সবার উপরে আছেন বিরাট কোহলি (৮০), তারপর যথাক্রমে পন্টিং (৭১), সাঙ্গাকারা (৬৩), ক্যালিস (৬২), হাশিম আমলা (৫৫), জয়াবর্ধনে (৫৪)। এবং লারা (৫৩)।

লর্ডসে রুটের ৭ টি টেস্ট সেঞ্চুরি ইংল্যান্ডের হোম অফ ক্রিকেটে যে কারো জন্য সবচেয়ে বেশি এবং কোনো ভেন্যুতে ইংল্যান্ডের যেকোনো ব্যাটারের সবচেয়ে বেশি। তবে সামগ্রিকভাবে এই রেকর্ডটি জয়াবর্ধনের দখলে। তিনি এসএসসি কলম্বোতে ১১ টি সেঞ্চুরি করেছেন। তারপর ডন ব্র্যাডম্যান এবং ক্যালিস যথাক্রমে এমসিজি এবং নিউল্যান্ডস কেপটাউনে ৯ টি করে সেঞ্চুরি করেছেন।

ইংল্যান্ডের লডর্সে অথ্যাৎ এক ভেন্যুতে সবচেয়ে বেশি টেস্ট সেঞ্চুরি করেছেন জো রুট ৭ টি, গ্রাহাম গুচ ৬ টি, মাইকেল ভন ৬ টি।

Details Bottom
Details ad One
Details Two
Details Three