এনামুল বিজয়ের শূন্যের পর নেই মুমিনুল হকও
- 1
চলে যাচ্ছেন উড, ব্যাটিং দেখভালের দায়িত্বে সালাউদ্দিন
- 2
সাইফ হাসান: টেস্ট ওপেনার থেকে টি-টোয়েন্টি অলরাউন্ডার, ফিরে আসার গল্পে আছেন এক কোচ
- 3
নাসুম স্কোয়াডে থেকেও একাদশে না থাকাটা পরিকল্পনারই অংশ: সালাউদ্দিন
- 4
জয়ের বাইরেও প্রস্তুতির বার্তা: এশিয়া কাপের আগে কতটা তৈরি বাংলাদেশ?
- 5
সাকিবের ঝলক, তবে জয়ের মঞ্চে সেইফার্টের দাপট

এনামুল বিজয়ের শূন্যের পর নেই মুমিনুল হকও
এনামুল বিজয়ের শূন্যের পর নেই মুমিনুল হকও
‘দুঃস্বপ্নের মতো শুরু’ কথাটা নিশ্চয় অনেকবারই পড়েছেন, শুনেছেন। আজও একবার এমন পরিস্থিতি তৈরি করলেন বাংলাদেশ ওপেনার এনামুল হক বিজয়। শূন্য রানে আউট হয়ে ফেরেন প্যাভিলিয়নে, ওপেনিং জুটি শেষ কেবল ৫ রানে। ১০ বল খেলা বিজয় একটি রানও করতে পারেননি।
এনামুল হক বিজয় যেন গল টেস্টের স্কোর কপি করে নিয়ে আসলেন কলম্বোতে। গলের প্রথম ইনিংসের মতোই ১০ বল খেলে হয়েছেন ডাক, এবারও তাই। ব্যর্থতার বৃত্তে তিনে নামা মুমিনুল হকও। গলের মত ব্যাটিং স্বর্গে মুমিনুলের ব্যাট থেকে আসে ২৯ আর ১৪। সাদমানের সঙ্গে তাঁর ৭১ বলে ৩৮ রানের জুটিও ভাঙল।
আজকে কলম্বো টেস্টের প্রথম ইনিংসে মুমিনুল উইকেট হারালেন নামের পাশে ২১ রান রেখে। ৪২ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়েছিলো বাংলাদেশ। এমন পরিস্থিতি সামাল দিয়ে বাংলাদেশকে টেনে নিচ্ছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও সেট হয়ে যাওয়া ওপেনার সাদমান ইসলাম।
২৬ ওভার ব্যাট করে ২ উইকেট হারিয়ে ৭১ রান তুলে প্রথম দিনের লাঞ্চ বিরতিতে গেল বাংলাদেশ। নাজমুল শান্ত ২১ বলে ৭ ও সাদমান ৮৬ বলে ৪৩ রানে অপরাজিত।
গলের পর কলম্বোতেও মহাগুরুত্বপূর্ণ টস জিতে নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আবারও কোনো দ্বিধা না করে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক। অসুস্থতা থেকে সেরে উঠে এই টেস্টে ফিরেছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।