আরও একটি সেঞ্চুরির খুব কাছে পাথুম নিসাঙ্কা
- 1
চলে যাচ্ছেন উড, ব্যাটিং দেখভালের দায়িত্বে সালাউদ্দিন
- 2
সাইফ হাসান: টেস্ট ওপেনার থেকে টি-টোয়েন্টি অলরাউন্ডার, ফিরে আসার গল্পে আছেন এক কোচ
- 3
নাসুম স্কোয়াডে থেকেও একাদশে না থাকাটা পরিকল্পনারই অংশ: সালাউদ্দিন
- 4
জয়ের বাইরেও প্রস্তুতির বার্তা: এশিয়া কাপের আগে কতটা তৈরি বাংলাদেশ?
- 5
সাকিবের ঝলক, তবে জয়ের মঞ্চে সেইফার্টের দাপট

আরও একটি সেঞ্চুরির খুব কাছে পাথুম নিসাঙ্কা
আরও একটি সেঞ্চুরির খুব কাছে পাথুম নিসাঙ্কা
সকালের শুরুতেই নিজেদের প্রথম ইনিংসে ২৪৭ রানে অলআউট হয় বাংলাদেশ। এরপর ব্যাটিংয়ে নেমে টেস্টে ওয়ানডে স্টাইল ফিরিয়ে আনে লঙ্কান ওপেনাররা, বাংলাদেশের বোলারদের কোনো সুযোগই দেননি। তবে লাঞ্চ ব্রেকের পর তাইজুলের কল্যাণে একটি উইকেট উদযাপনের সুযোগ পায় বাংলাদেশ দল।
দুই ওপেনার লাহিরু উদারা ও পাথুম নিসাঙ্কা দাপুটে ব্যাটিং করে বড় রানের ভিত গড়ে দেন শ্রীলঙ্কাকে। ব্যক্তিগত ৪০ রান করে লাহিরু উদারা উইকেট হারালে ভাঙে ৮৮ রানের ওপেনিং জুটি। তবুও চরম হতাশার একটা সেশন কাটল বাংলাদেশের। স্বাগতিকদের রানের চাকার গতি কমাতে পারেনি এরপর আর কেউ।
মাত্র এক উইকেট হারিয়ে ৫০ ওভারে ১৯০ রান তুলে দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশন শেষ করেছে শ্রীলঙ্কা। পাথুম নিসাঙ্কা ১৫৫ বলে ৯৩ ও দিনেশ চান্দিমাল ৮১ বলে ৫৪ রান করে অপারজিত আছেন।
পাথুম নিসাঙ্কার পর ৭০ বলে পঞ্চাশ পূর্ণ করেন দিনেশ চান্দিমাল, গল টেস্টেও ফিফটির দেখা পেয়েছিলেন চান্দিমাল।