Image

২০২ রানের লিড নিয়ে থামল দক্ষিণ আফ্রিকা

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 1 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
২০২ রানের লিড নিয়ে থামল দক্ষিণ আফ্রিকা

২০২ রানের লিড নিয়ে থামল দক্ষিণ আফ্রিকা

২০২ রানের লিড নিয়ে থামল দক্ষিণ আফ্রিকা

প্রথম ইনিংসে বাংলাদেশের ১০৬ রানের জবাবে দক্ষিণ আফ্রিকা করেছে ৩০৮ রান। ফলে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামার আগে বাংলাদেশ পিছিয়ে আছে ২০২ রানে। সেঞ্চুরি হাঁকিয়ে কাইল ভেরেইনা ১১৪ রানে আউট হন দলের শেষ ব্যাটার হিসেবে। দুইশো ছাড়িয়ে যাওয়া লিড সামনে রেখে বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামছে। 

তিন ক্যাচ মিসের প্রথম সেশনে হাসান মাহমুদের জোড়া শিকার। হতাশা কাটিয়ে একটু হলেও স্বস্তি মিলে বাংলাদেশের। তবে চোখ রাঙিয়ে লাঞ্চে যান কাইল ভেরেইনা। ফিরে এসে পেয়েছেন টেস্ট ক্যারিয়ারে দ্বিতীয় শতকের দেখা। এবি ডি ভিলিয়ার্স, কুইন্টন ডি ককের পর তৃতীয় কোনো প্রোটিয়া উইকেটকিপার ব্যাটারের সেঞ্চুরি এশিয়া মাটিতে।  

ইনিংসের ৮৮তম ওভারে প্রথম ছক্কা দক্ষিণ আফ্রিকার। নাইম হাসানকে স্লগ সুইপে ডিপ মিড উইকেটের উপর দিয়ে ছক্কা হাঁকিয়ে কাইল ভেরেইনা দলের সংগ্রহ ছাড়িয়ে নিয়ে যান ৩০০। পরের ওভারে আরও এক ছক্কা হাঁকিয়ে লিড নিয়ে যান দুইশোতে। 

 

কিন্তু মেহেদী হাসান মিরাজ নিলেন মধুর প্রতিশোধ। পরের ডেলিভারিতেই ভেরেইনাকে স্টাম্পিংয়ের সুযোগ করে দেন উইকেটকিপার লিটন দাসকে। ১১৪ রানে কাইল ভেরেইনা আউট হলে দক্ষিণ আফ্রিকার ইনিংসও গুটিয়ে যায়। প্রথম ইনিংসে তাদের সংগ্রহ ৩০৮। ফলে বাংলাদেশের সামনে প্রোটিয়াদের লিড ২০২ রানের।

Details Bottom
Details ad One
Details Two
Details Three