Image

মিরপুরেও পাত্তা পেল না বাংলাদেশ, প্রোটিয়ারা এসে দেখাল দাপট

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 3 সপ্তাহ আগেআপডেট: 1 সেকেন্ড আগে
মিরপুরেও পাত্তা পেল না বাংলাদেশ, প্রোটিয়ারা এসে দেখাল দাপট

মিরপুরেও পাত্তা পেল না বাংলাদেশ, প্রোটিয়ারা এসে দেখাল দাপট

মিরপুরেও পাত্তা পেল না বাংলাদেশ, প্রোটিয়ারা এসে দেখাল দাপট

মিরপুর টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশ রান করেছে ১০৬, এবার দক্ষিণ আফ্রিকার সামনে টার্গেটও ১০৬ রানের। নিজেদের দ্বিতীয় ইনিংসে অবশ্য ৩০৭ রানে থামে বাংলাদেশ। যেখানে প্রোটিয়ারা প্রথম ইনিংসেই পেয়ে যায় ৩০৮ রান। ১০৬ রানের সহজ লক্ষ্য টপকাতে নেমে ২২ ওভারের বেশি লাগেনি সফরকারীদের, চতুর্থ দিনের লাঞ্চ ব্রেকের আগেই নিশ্চিত হল ৭ উইকেটের জয়। আর তাতেই সিরিজে এগিয়ে গেল এইডেন মার্করামের দল। 

প্রায় ১১ মাস পর মিরপুর হোম অব ক্রিকেটে টেস্ট খেলতে নেমে আরও এক হার দেখল নাজমুল হোসেন শান্তর দল। দক্ষিণ আফ্রিকা টেস্টের আগে গত বছরের ডিসেম্বরে মিরপুরে খেলা সবশেষ টেস্টে কিউইদের বিপক্ষে বাংলাদেশ পেয়েছিল ৪ উইকেটের পরাজয়। রাওয়ালপিন্ডিতে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার পর এ নিয়ে টানা তিন টেস্টে পরাজিত টাইগাররা। 

 

মিরপুর টেস্ট জিততে দক্ষিণ আফ্রিকাকে করতে হবে ১০৬ রান। এইডেন মার্করাম, টনি ডি জর্জির ওপেনিং জুটিতেই ৪২ রান। বাংলাদেশের উইকেট শিকারের উৎসব শুরু হয় এইডেন মার্করামকে দিয়ে। তাইজুল ইসলামের পঞ্চম ওভারের পঞ্চম বলে ডিফেন্ড করতে গিয়ে আর্মার সামলাতে ব্যর্থ মার্করাম, হয়েছেন বোল্ড। ২০ রানে ড্রেসিংরুমে ফিরে যান তিনি।

টনি ডি জর্জি এবার সঙ্গী হিসেবে পান ট্রিস্টান স্টাবসকে। তবে জর্জিই চলে গেলেন ব্যক্তিগত ৪১ রানে। তাইজুল ইসলামকে লফটেড খেলার চেষ্টায় ক্যাচ হলেন লং অনে থাকা হাসান মাহমুদের হাতে। দক্ষিণ আফ্রিকার ব্যাটিংয়ে পরের ধাক্কাটাও আসে তারকা স্পিনার তাইজুলের কাছ থেকে। ১২ রানে থাকা ডেভিড বেডিংহামকে ক্যাচ বানান লিটন দাসের গ্লাভসে। 

৯৭ রানে তৃতীয় উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা, ততক্ষণে অবশ্য জয় থেকে তারা কেবল ৯ রানের দূরত্বে। থিতু হয়ে যাওয়া ট্রিস্টান স্টাবস রায়ান রিকেলটনকে নিয়ে আর কোনো বিপদ ছাড়াই দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। 

 

তৃতীয় দিন শেষে বাংলাদেশের রান ছিল ৭ উইকেটে ২৮৩। একমাত্র আশা হয়ে লড়াই চালিয়ে যাচ্ছিলেন মেহেদী হাসান মিরাজ। ৮৭ রানে অপরাজিত থেকে আজ খেলা শুরু করা মিরাজ ছিলেন সেঞ্চুরির অপেক্ষায়। তবে তার অপেক্ষাকে আক্ষেপ বানিয়ে দিলেন কাগিসো রাবাদা। শেষ ব্যাটার হিসেবে মিরাজ ৯৭ রানে আউট হলে বাংলাদেশের দ্বিতীয় ইনিংস থামে ৩০৭ রানে।

Details Bottom