Image

ম্যাচ সেরা শান্ত, জাকের-নাসুমও পেলেন সমান প্রাইজমানি

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 1 সপ্তাহ আগেআপডেট: 1 সেকেন্ড আগে
ম্যাচ সেরা শান্ত, জাকের-নাসুমও পেলেন সমান প্রাইজমানি

ম্যাচ সেরা শান্ত, জাকের-নাসুমও পেলেন সমান প্রাইজমানি

ম্যাচ সেরা শান্ত, জাকের-নাসুমও পেলেন সমান প্রাইজমানি

আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ৬৮ রানে জিতে সিরিজে সমতা আনল বাংলাদেশ। ভারত, দক্ষিণ আফ্রিকা ও চলমান আফগানিস্তান সিরিজ মিলিয়ে টানা ৮ ম্যাচ হারের পর অবশেষে জয়ের দেখা পেল নাজমুল হোসেন শান্তর দল। ব্যাট হাতে ১১৯ বলে সর্বোচ্চ ৭৬ রান করেন অধিনায়ক শান্ত। ম্যাচসেরার অ্যাওয়ার্ড শান্ত পেলেও নাসুম আহমেদ, জাকের আলিও জিতে নেন সমান প্রাইজমানি। 

বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত দুই ম্যাচেই ব্যাট হাতে দলের সেরা পারফর্মার। প্রথম ওয়ানডেতে খুব কাছে গিয়েও মিস করেন ফিফটি, দ্বিতীয় ওয়ানডে আর এই ভুল করেননি। বেশ দেখে-শুনে শান্ত সাজান তার ৭৬ রানের ইনিংস। আর তাতেই শান্তর হাতে ম্যাচসেরা ক্রিকেটারের পুরষ্কার। প্লেয়ার অব দ্য ম্যাচের ট্রফির সাথে শান্ত পেলেন ৫০ হাজার আফগানিস (বাংলাদেশি টাকায় প্রায় ৮৮০০০)।

প্রায় ১ বছর পর নাসুম আহমেদের জাতীয় দলে প্রত্যাবর্তন। ফেরার ম্যাচে প্রথম ডেলিভারিতেই নাসুম পেয়ে যান উইকেট। শেষ অবদি ৮.৩ ওভার বল করা নাসুম ২৮ রান দিয়ে নিয়েছেন সর্বোচ্চ ৩ উইকেট। এর আগে অবশ্য ব্যাট হাতেও দেখান দাপট। ২ ছক্কা ও ১ চারের ইনিংসে ২৪ বলে করেন ২৫ রান। শেষদিকে জাকের আলি অনিকের সাথে গড়েন ৪৬ রানের গুরুত্বপূর্ণ পার্টনারশিপ। 

এমন অনবদ্য অলরাউন্ড পারফর্ম করা নাসুম আহমেদ জিতলেন 'গেম চ্যাঞ্জার অব দ্য ম্যাচ' অ্যাওয়ার্ড। পুরষ্কার হিসেবে পেয়েছেন ৫০ হাজার আফগানিস। এছাড়া 'মোস্ট সিক্সেস অব দ্য ম্যাচ' পুরষ্কার জেতেন জাকের আলি অনিক। 

ওয়ানডে অভিষেক রাঙিয়ে দলকে চ্যালেঞ্জিং সংগ্রহ এনে দিতে বড় অবদান রাখেন জাকের আলি অনিক। শেষদিকে জাকের আলি ও নাসুম আহমেদের জুটি থেকে আসে গুরুত্বপূর্ণ ৪৬ রান। আর তাতেই দুইশো ছাড়িয়ে বাংলাদেশ ৭ উইকেটে করেছে ২৫২। ওয়ানডে অভিষেকে সাত নম্বরে ব্যাট করতে নেমে ১ চার ও ৩ ছয়ে ২৭ বলে অপরাজিত ৩৭ রানের ইনিংস খেলেন জাকের। ম্যাচে সর্বোচ্চ ৩ ছক্কা হাঁকানো জাকের জিতলেন ৫০ হাজার আফগানিস। 

এই জয়ে সিরিজে ১–১–এ সমতা ফিরিয়েছে বাংলাদেশ। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ আগামী মঙ্গলবার।

Details Bottom
Details ad One
Details Two
Details Three