Image

ব্যাটে-বলে উজ্জ্বল সাকিব, তবুও হারল বাংলা টাইগার্স

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 5 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
ব্যাটে-বলে উজ্জ্বল সাকিব, তবুও হারল বাংলা টাইগার্স

ব্যাটে-বলে উজ্জ্বল সাকিব, তবুও হারল বাংলা টাইগার্স

ব্যাটে-বলে উজ্জ্বল সাকিব, তবুও হারল বাংলা টাইগার্স

আবু ধাবি টি টেন লিগে টানা দ্বিতীয় হার সাকিব আল হাসানের নেতৃত্বাধীন দল বাংলা টাইগার্সের। দল হারলেও সেরা পারফর্মার ছিলেন টাইগার তারকা সাকিব আল হাসান। মাত্র ৬৭ রান তাড়া করতে নেমে ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় নিউইয়র্ক স্ট্রাইকার্স।

শেখ জায়েদ স্টেডিয়ামে সাকিব আল হাসানের দল বাংলা টাইগার্স টসে হেরে ব্যাট করতে নামে। শুরু থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারায় বাংলা টাইগার্স। দলীয় ৯ রানে মাত্র ৮ রান করেই সাজঘরে ফেরেন হযরতউল্লাহ জাজাই।  স্কোরবোর্ডে এক রান যোগ হতেই প্যাভিলিয়নে ফেরেন মোহাম্মদ শাহাজাদ।

ইফতেখার আহমেদ ৩ ও লিয়াম লিভিংস্টোন ফেরেন ১ রান করে।  তাতে মাত্র ৩৩ রানে ৪ উইকেট হারায় সাকিবের দল। ইনফর্ম ব্যাটার দাসুন শানাকাকে সাথে নিয়ে দলের রান সচল রাখার চেষ্টা করেন অধিনায়ক সাকিব। ২২ রান করে শানাকা ফিরলে ভাঙে ১৮ রানের জুটি। 

এরপর সাকিব একাই চেষ্টা করেছেন।  স্ট্রাইকরেট ১৫০ এর আশেপাশে রেখে ব্যাট করেছেন। এক ছয় ও এক চারে সাকিব ১২ বলে ১৯ রানে ফিরলে বেশিদূর এগোতে পারেনি দল। নির্ধারিত ওভারে ৮ উইকেটে মাত্র ৬৬ রানে থামে তাদের ইনিংস।

রান তাড়া করতে নেমে খুব একটা বেগ পেতে হয়নি নিউইয়র্ক স্ট্রাইকারর্সকে। ডেওয়াল্ড ব্রেভিস ও ডোনোভান ফেরেইরার দারুন ইনিংসে মাত্র ৬ ওভারে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় তারা। ডেওয়াল্ড ব্রেভিস করেন ১৯ ও ডোনোভান ২১ রান করে অপরাজিত থাকেন মাত্র ৯ বল খেলে।  

চতুর্থ ওভারে বল করতে এসে মাত্র ১ রান দিয়ে ২ উইকেট তুলে নেন সাকিব আল হাসান।  বাংলা টাইপার্সের প্রাপ্তি বলতে অধিনায়কের দুর্দান্ত এই একটা ওভারই বলা যায়। সাকিবের দিনটা ভালো গেলেও পরপর দুই ম্যাচে হারলো বাংলা টাইগার্স। তাতে পয়েন্ট টেবিলে কোন পয়েন্ট যোগ না করে, তলানির দিকেই  থাকলো বাংলা টাইগার্স।

Details Bottom
Details ad One
Details Two
Details Three