Image

মেজর লিগ ক্রিকেট অভিষেকে জয়, যেমন করলেন সাকিব আল হাসান

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 4 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
মেজর লিগ ক্রিকেট অভিষেকে জয়, যেমন করলেন সাকিব আল হাসান

মেজর লিগ ক্রিকেট অভিষেকে জয়, যেমন করলেন সাকিব আল হাসান

মেজর লিগ ক্রিকেট অভিষেকে জয়, যেমন করলেন সাকিব আল হাসান

মেজর লিগ ক্রিকেট (এমলসি)  প্রথমবার খেলছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। আজ (৬ জুলাই) বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬ টায় মাঠে নেমেছিল সাকিবের দল লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স। টেক্সাস সুপার কিংসকে ১২ রানে হারিয়ে এমএলসি ২০২৪ এ শুভ সূচনা করেছে সাকিব আল হাসানের দল। 

ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাট করে লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স। দুই ওপেনার জেসন রয় (১১ বলে ২) ও সুনীল নারাইন (৩ বলে ২) দ্রুত সাজঘরে ফিরলে ৪ নম্বরে নামেন সাকিব আল হাসান। 

তিনে নামা উন্মুক্ত চান্দের সঙ্গে ৩৯ রানের জুটি গড়েন সাকিব। ৩ চারে ১৩ বলে ১৮ রান করে আউট হন সাকিব। অ্যারন হার্ডির বলে ফাফ ডু প্লেসিসকে ক্যাচ দেন তিনি। এরপর নিতিশ কুমার (১৭ বলে ২৬), আন্দ্রে রাসেল (৫ বলে ১০), ডেরন ডেভিসদের (১৩ বলে ১৩*) সঙ্গে নিয়ে দলের রান বাড়িয়ে নেন উন্মুক্ত। শেষ ওয়ারে আউট হবার আগে ৬ চার ও ৩ ছয়ে ৪৫ বলে ৬৮ রান করেন ভারতকে অনূর্ধ্ব-১৯ শিরোপা জেতানো এই অধিনায়ক। 

 

কর্নে ড্রাই শেষদিকে ৪ বলে ১২* রানের ক্যামিও খেললে ২০ ওভারে ৭ উইকেটে ১৬২ রান করে লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স। টেক্সাস সুপার কিংসের পক্ষে ২ টি করে উইকেট নেন জিয়া উল হক, অ্যারন হার্ডি, মার্কাস স্টয়নিস। ১ টি শিকার জেরাল্ড কোয়েটজের। 

জবাব দিতে নেমে ৪.৩ ওভারে উদ্বোধনী জুটিতে ৩০ রান তোলে টেক্সাস সুপার কিংস। ১৪ বলে ১৪ রান করে আউট হন অধিনায়ক ফাফ ডু প্লেসিস। তবে অপর ওপেনার ডেভন কনওয়ে তুলে নেন ফিফটি, আলি খানের বলে বোল্ড হবার আগে ৩৯ বলে ৪ চার ও ২ ছয়ে ৫৩ রান করেন তিনি। 

তিনে নামা অ্যারন হার্ডিকে আউট করেন সাকিব আল হাসান, উন্মুক্ত চান্দের ক্যাচ বানিয়ে। ৩ ওভার হাত ঘুরিয়ে ৩২ রান হজম করেন সাকিব, উইকেট এই একটিই। 

 

লস অ্যাঞ্জেলসের জয়ে বল হাতে বড় ভূমিকা রাখেন আলি খান। ৪ ওভারে ৩৩ রান দিলেও ৪ উইকেট নেন তিনি। স্পেন্সার জনসন ১৮ রান খরচে নেন ২ উইকেট। ১ টি করে উইকেট সাকিব ও সুনীল নারাইনের। 

২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫০ রান স্কোরবোর্ডে তুলতে পারে টেক্সাস সুপার কিংস। ১২ রানের জয় পায় লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স। 

মেজর লিগ ক্রিকেটে আগামী ৮ জুলাই, বাংলাদেশ সময় ভোর ৬ঃ৩০ এ স্যান ফ্রান্সিসকো ইউনিকর্নসের মুখোমুখি হবে সাকিব আল হাসানের দল লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স।  

Details Bottom