Image

পাকিস্তান দলে আমির ও ইমাদকে ফেরানোর ব্যাখ্যা দিলেন নির্বাচকরা

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 8 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
পাকিস্তান দলে আমির ও ইমাদকে ফেরানোর ব্যাখ্যা দিলেন নির্বাচকরা

পাকিস্তান দলে আমির ও ইমাদকে ফেরানোর ব্যাখ্যা দিলেন নির্বাচকরা

পাকিস্তান দলে আমির ও ইমাদকে ফেরানোর ব্যাখ্যা দিলেন নির্বাচকরা

নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ উপলক্ষ্যে ১৭ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান। স্কোয়াডে সুযোগ পেয়েছেন আনক্যাপড মিডল-অর্ডার ব্যাটার মোহাম্মদ ইরফান খান এবং ওপেনার উসমান খান। দুজনেই প্রথমবারের মতো পাকিস্তান দলে ডাক পেয়েছেন। দলে ফিরেছেন অভিজ্ঞ মোহাম্মদ আমির ও ইমাদ ওয়াসিম। রাওয়ালপিন্ডি ও লাহোরে এপ্রিলের ১৮ থেকে ২৭ তারিখ পর্যন্ত সিরিজের প্রতিটি ম্যাচ অনুষ্ঠিত হবে।

খুব সম্প্রতি শেষ হওয়া পাকিস্তান প্রিমিয়ার লিগে (পিএসএল) দারুণ পারফরম্যান্স করে জাতীয় দলে সুযোগ করে নিয়েছেন দুই ব্যাটার। করাচি কিংসের হয়ে খেলেছেন ইরফান খান। যিনি টুর্নামেন্টের সেরা উদীয়মান খেলোয়াড় ও সেরা ফিল্ডার নির্বাচিত হয়েছেন। স্ট্রাইক রেট ১৪০.১৬ তে ব্যাট করে ১৭১ রান সংগ্রহ করেছেন ইরফান। এই ২১ বছর বয়সী ক্রিকেটার ৩৪ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন, সেখানে তার মোট রান ৪৯৯। আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ২০২০ ও ২০২২ সালে পাকিস্তানের প্রতিনিধিত্ব করেছেন এই তরুণ।  

পিএসএলে মুলতান সুলতান্সের হয়ে খেলেছেন উসমান খান। যেখানে ২ টি সেঞ্চুরি, ১ টি হাফ সেঞ্চুরি করে দলকে ফাইনালে নেওয়ার পিছনে ভূমিকা রেখেছেন এই ব্যাটার। যদিও ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে শেষপর্যন্ত মুলতানকে হারতে হয়েছে ফাইনাল। 

করাচিতে জন্ম উসমানের। বয়স ২৮ বছর। ডানহাতি এই ব্যাটার কোয়েটা গ্লাডিয়েটর্সের বিপক্ষে ৩৬ বলে এক দুর্দান্ত সেঞ্চুরি করেন। পিএসএলের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরি ছিল সেটা। মোট ৩৬ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ১৪৬.১২ স্ট্রাইক রেটে ১২০৭ রান সংগ্রহ করেছেন উসমান।

লেগ স্পিনার আবরার আহমেদকে রাখা হয়েছে টি-টোয়েন্টি স্কোয়াডে। যিনি এর আগেও নিউজিল্যান্ডের বিপক্ষে এই সংস্করণের দলে ছিলেন। কিন্তু ফিটনেসের ইস্যু থাকার কারণে সেবার ম্যাচ না খেলে ফিরতে হয়েছে। এই লেগিও অপেক্ষায় আছেন টি-টোয়েন্টি অভিষেকের জন্য। আরেক লেগি উসামা মীর, তিনিও ১৭ সদস্যের দলে জায়গা করে নিয়েছেন। 

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে দলের ব্যাটিং কোচ ও সিলেকশন কমিটির সদস্য মোহাম্মদ ইউসুফ প্রথমবার ডাক পাওয়া দুই ক্রিকেটারকে স্বাগত জানান। 

তিনি বলেন, 'নির্বাচক কমিটর পক্ষ থেকে আমি মোহাম্মদ ইরফান খান ও উসমান খানকে অভিনন্দন জানাচ্ছি। ধারাবাহিকভাবে দাপুটে পারফরম্যান্স করেই তাঁরা জায়গা করে নিয়েছে, এটা অস্বীকার করার কোন সুযোগ নেই।' 

'আমরা খুবই আশাবাদী তাঁদের পোটেনশিয়াল নিয়ে। ডেডিকেশন ও এফোর্ট দিয়ে তাঁরা দলের ইমপ্যাক্ট ক্রিকেটার হবে।' 

ইমাদ ও আমির, দুজনেই নতুন করে দলে ফিরলেন। পিএসএলের পারফরম্যান্স অলরাউন্ডার ইমাদকে অবসর ভেঙে ফিরে আসতে বাধ্য করে। অন্যদিকে পেসার আমিরের ক্ষেত্রেও তাই। দলের প্রয়োজনে খেলতে চান আবারও৷ দুজনেই আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে লক্ষ্য হিসেবে নিয়েছে।

পাকিস্তানের হয়ে ৬৬ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ৪৬৮ রান সংগ্রহ করেছেন ইমাদ। বল হাতে নিয়েছেন ৬৫ টি উইকেট। রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের বিপক্ষেই সর্বশেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন এই অলরাউন্ডার। 

ইংল্যান্ডের বিপক্ষে ওল্ড ট্রাফোর্ডে ২০২০ সালে সর্বশেষ ম্যাচ খেলেছেন আমির। পাকিস্তানের হয়ে ৫০ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ৫৯ উইকেট সংগ্রহ করেছেন এই পেসার।

ইমাদ ও আমিরকে দলে নেওয়া প্রসঙ্গে প্রধান নির্বাচক ওয়াহাব রিয়াজ জানান, “ইমাদ ওয়াসিম এবং মোহাম্মদ আমিরকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তটি বেশ সোজাসাপ্টা ছিল। তারা প্রস্তুত ছিল দলে ফেরার জন্য। পাশাপাশি হারিস রউফের চোট এবং মোহাম্মদ নওয়াজের বর্তমান ফর্ম বিবেচনায় নেওয়া হয়েছে এখানে।  আমির এবং ইমাদ উভয়েরই ম্যাচ জেতানোর কার্যকরী ক্ষমতা রয়েছে। আমরা বিশ্বাস করি তারা ধারাবাহিকভাবে দলের উদ্দেশ্যকে শক্তিশালী করতে দুর্দান্ত সব পারফরম্যান্স সরবরাহ করবে।”

Details Bottom
Details ad One
Details Two
Details Three