সাইফউদ্দিন বলছেন 'আমারও দিন আসবে'
সাইফউদ্দিন বলছেন 'আমারও দিন আসবে'
সাইফউদ্দিন বলছেন 'আমারও দিন আসবে'
বিপিএলে দারুণ খেলেও বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাননি মোহাম্মদ সাইফউদ্দিন। তার পরিবর্তে দলে নেয়া হয় তানজিম হাসান সাকিবকে। সুযোগ পেয়েই তা কাজে লাগিয়েছেন জুনিয়র সাকিব। এমনকি তার এই দুর্দান্ত ফর্মের কারণে একটা ম্যাচ ও খেলতে পারেননি দলের অন্যতম সেরা বোলার শরিফুল ইসলাম।
রবিবারে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গণমাধ্যমের সাথে আলাপকালে তানজিম সাকিবের প্রসংশা করেন সাইফউদ্দিন। সাথে এ ও বলেন তার যখন ভালো দিন আসবে তিনি ও চেষ্টা করবেন ভালো কিছু দেয়ার জন্য।
"দেখুন কম্পিটিশনের তো শেষ নেই ভালোর উপরে তো ভালো আছে। চেষ্টা করব আরো ভালো করার অবশ্যই আমি তাকে এপ্রিসিয়েট করি। তানজিম সাকিব অসাধারণ খেলেছে৷ আমার সে কলিগ আবাহনীতে আমরা একসাথে খেলেছি। তো এটাই আসলে ক্রিকেটারদের কেউ ভালো খেলবে কেউ খারাপ খেলবে এটার জন্য খুব বেশি চিন্তা না করে কিভাবে আরো বেটার কিছু করা যায় সেদিকে চেষ্টা করব। প্রত্যেকটা ক্রিকেটারের দিন যায় ওর দিনে ও ভালো, আমার যখন দিন আসবে আমিও আমার সেরাটা দেওয়ার চেষ্টা করব।"
বিশ্বকাপের স্কোয়াড ঘোষণার আগে জিম্বাবুয়ে সিরিজেও ভালো করেছিলেন সাইফউদ্দিন। তা সত্ত্বেও মন গলাতে পারেননি নির্বাচকদের। স্কোয়াডে জায়গা না পেয়ে খারাপ লেগেছিলো কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন,
"এটা তো আসলে অনুর্ধ ১৯ থেকে জীবনের সাথে ইউজড টু হয়ে গিয়েছি। এজন্য আসলে খুব বেশি খারাপ লাগে না। চেষ্টা করি যখনই সুযোগ পায় ভালো খেলার চেষ্টা করি প্র্যাকটিসের উপরেই থাকি। যেহেতু এখন ফ্যামিলিও হয়েছে যখন একসাথে থাকি তখন খুব বেশি নেগেটিভ চিন্তা মাথায় আসে না। যখন বাদ পড়া ইস্যু নিয়ে আরো চিন্তা করি তখন আরো বেশি খারাপ লাগে। তখন আমার কাজেও ব্যাঘাত ঘটে এজন্য কাজ করতে থাকি সুযোগ আসবে। সত্যি বলতে আমাদের বাংলাদেশে তো ওরকম আন্তর্জাতিক খুব বেশি ২০ থেকে ২৫ জনের বাইরে, ওরকম প্লেয়ার নেই। আমি যদি ফিট থাকি সুযোগ আসবে। অন্যান্য দেশে যদি দেখেন অনেক বেশি কম্পিটিশন আমাদের বাংলাদেশে কিন্তু খুব কম সংখ্যক আন্তর্জাতিক মানের খেলোয়াড় আছে বিশ থেকে ২৫ জন যতোটুকু আমি মনে করি।"
বাংলাদেশেী বিশ্বকাপ পারফরম্যান্স কেমন লেগেছে এমন প্রশ্নের উত্তরে সাইফউদ্দিন বলেন, "না অবশ্যই ভালো খেলেছে যদিও আরো ভালো খেললে আরো ভালো লাগতো তারপরও অভারাল ভালো লেগেছে। লাস্ট একটা ইকুয়েশন ছিল সেমিফাইনাল খেলার ভালো সুযোগও ছিল হয়তোবা হয়নি। তারপরও ওদের চেষ্টা কে আমি এপ্রিশিয়েট করি। অবশ্যই নিজের দেশ ভালো খেলে তো ভালো লাগেই।"