Image

কুককে ছাড়িয়ে ইংল্যান্ডের সবার সেরা রুট

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 2 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
কুককে ছাড়িয়ে ইংল্যান্ডের সবার সেরা রুট

কুককে ছাড়িয়ে ইংল্যান্ডের সবার সেরা রুট

কুককে ছাড়িয়ে ইংল্যান্ডের সবার সেরা রুট

কিংবদন্তি অ্যালিস্টার কুককে ছাড়িয়ে ইংল্যান্ডের সর্বকালের সেরা টেস্ট ব্যাটার এখন জো রুট। চলতি পাকিস্তান সিরিজে  ইংল্যান্ডের সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার মাইলফলক স্পর্শ করেন জো রুট। এতদিন এই রেকর্ডের মালিক ছিলেন অ্যালিস্টার কুক।

কুকের চেয়ে মাত্র ৭০ রান পেছনে থেকে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে ব্যাটিংয়ে নামেন জো রুট। তারপর প্রথম ইনিংসে সেঞ্চুরি করে টপকে যান কুককে। সাবেক ইংলিশ অধিনায়ক কুকের রানের সংখ্যা ১২ হাজার ৪৭২।

১২ হাজার ৪৭২ রান করতে কুকের লেগেছিল ১৬১ ম্যাচ। রুট সেটি টপটাতে লেগেছে ১৪ টি ম্যাচ কম অথ্যাৎ মুলতান টেস্ট সাদা পোশাকে রুটের ১৪৭তম ম্যাচ। পাকিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে সেঞ্চুরি করার মধ্যমে রুটের সেঞ্চুরি সংখ্যা দাড়ালো ৩৫টি।

সিরিজ শুরুর আগেই আলোচনায় ছিল রুটের রেকর্ড গড়ার বিষয়টি। কুকের রেকর্ড ভাঙার পাশাপাশি রুট জায়গা করে নিয়েছেন সর্বকালের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় পঞ্চম স্থানে। এই তালিকায় প্রথমে আছেন শচীন টেন্ডুলকার। তারপরের অবস্থান গুলোতে আছেন যথাক্রমে রিকি পন্টিং, জ্যাক ক্যালিস ও রাহুল দ্রাবিড়। 

নিজের রেকর্ড ভাঙার ব্যাপারে অ্যালিস্টার কুক ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে বলেন, ‘যখন আমি অবসরে যাই, আমি বিশ্বাস করতাম আমার রেকর্ড ভাঙার সব সম্ভাবনাই আছে। রুটের আরও এগিয়ে যাওয়ার সুযোগ আছে। রান করার ক্ষুধা তার একই রকম থাকুক আমি এটিই চাই। রুটের এই অর্জনের পেছনে আমি বেন স্টোকসের অধিনায়কত্বের অবদানকে সামনে আনব। রুটকে সবভাবে সহায়তা করেছে সে।’

Details Bottom
Details ad One
Details Two
Details Three