সাকিবের খেলা কেকেআর রিশাদেরও ফেভারিট
-
1
রশিদকে সামলাতে ব্যর্থ, ব্যাটসম্যানদের মানসিক দুর্বলতাই বড় বাঁধাঃ মুশতাক
-
2
শঙ্কা উড়িয়ে রংপুরের চ্যাম্পিয়ন রুপকথা
-
3
অটুট মিরাজের অধীনে ওয়ানডে দল সংকটে তবুও ফারুক আহমেদের আস্থা মিরাজেই
-
4
আফগানিস্তানের সাথে শেষ ম্যাচ জিতে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রস্তুতি নিতে চান রিশাদ
-
5
দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ইতিহাস গড়তে পারল না বাঘিনীরা

সাকিবের খেলা কেকেআর রিশাদেরও ফেভারিট
সাকিবের খেলা কেকেআর রিশাদেরও ফেভারিট
সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে নজর কেড়েছিলেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন। সাফল্যের শুরুতে আগামী আসরে খেলবেন বিগ ব্যাশে। এবারের আইপিএলে নিলামেও নাম রয়েছে তার। কি মনে হয় দল পাবেন? এমন প্রশ্নের সোজা জবাব দিয়েছেন রিশাদ। বলেছেন খেলার ইচ্ছা আছে কিন্তু বেশি আশা নেই।
আইপিএলে খেলার স্বপ্ন থাকে প্রত্যেকটি ক্রিকেটারের। তবে আইপিএলে বাংলাদেশী ক্রিকেটারদের তেমন চাহিদা লক্ষ্য করা যায়না। তাই বেশি আশা করছেন না রিশাদ। আজ মিরপুর শেরে বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে রিশাদ হোসেন বলেন, 'ইচ্ছা তো সবার থাকে। কিন্তু বেশি আশা করা ভালো না। আমি আশা করি না কখনো। তাহলে কষ্ট পাব না।'
'আমার নিজের ওপর আত্মবিশ্বাস আছে (দল পাবেন)। ভালো দিন খারাপ দিন সবারই আসে-যায়। আমি তাই এত কিছু নিয়ে আশা করছি না। যখন আসবে তখন দেখা যাবে।'
আইপিএলে নিজের পছন্দের দল চেন্নাই হলেও নির্দিষ্ট করে এখনো কোনো দলের কথা ভাবেননি রিশাদ, 'এ রকম কিছু ভাবিনি। আমি মনে মনে ভাবলাম চেন্নাই, কিন্তু আমার হলো অন্য দলে। তখন হয়তো মনটা খারাপ হবে। তবে ফেভারিট কোলকাতা। সাকিব ভাই সে দলে অনেক দিন খেলেছেন, তাই।'
আপাতত রিশাদ ব্যস্ত অনুশীলনে। রংপুর রাইডার্সের হয়ে গ্লোবাল সুপার লিগ খেলতে গায়ানায় যাবেন। সেখানে নিজের লক্ষ্য কি থাকবে রিশাদ বলেন, 'আগে থেকে কোন লক্ষ্য ভেবে রাখছি না। শুধু ম্যাচ ধরে ধরে এগোতে চাই। সহজ পরিকল্পনা নিয়েই যাব। যেহেতু আমাদের প্রতিপক্ষ চারটি দল চার রকম। চেষ্টা করব নিজের ভালোটা দেওয়ার। বিশ্বকাপ শেষ করার পর অনেক কিছু নিয়েই কাজ করছিলাম, ভেরিয়েশন, লাইন-লেন্থ। আশা করছি সামনের সিরিজগুলোতে ভালো করার চেষ্টা করব।'
সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে ৭ ম্যাচে ১৪ উইকেট নিয়েছিলেন রিশাদ। তবে পরবর্তীতে সিরিজ গুলোতে ভালো করেনি। ভারতের বিপক্ষে একটি ম্যাচে ৩ উইকেট নিলেও তার সামগ্রিক পারফরম্যান্স আশানুরূপ নয়।
উল্লেখ্য, আগামী ২৪ ও ২৫ নভেম্বর আইপিএলের মেগা নিলাম হবে সৌদি আরবের জেদ্দায়। নিলামে রিশাদ সহ নাম রয়েছে মোট ১২ টাইগার ক্রিকেটারের।