Image

বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট লিগ চালুর খবর অস্বীকার করেছে সৌদি আরব

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 4 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট লিগ চালুর খবর অস্বীকার করেছে সৌদি আরব

বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট লিগ চালুর খবর অস্বীকার করেছে সৌদি আরব

বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট লিগ চালুর খবর অস্বীকার করেছে সৌদি আরব

বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট লিগ চালু করার খবরকে অসত্য বলে রায় দিয়েছে সৌদি আরব। সৌদি আরব ক্রিকেট ফেডারেশনের (এসএসিএফ) চেয়ারম্যান প্রিন্স সৌদ বিন মিশাল আল সৌদ স্পষ্ট বলে দিয়েছেন, দেশটিতে ক্রিকেট লিগ চালু হবে বলে যে সব খবর বেরিয়েছে তা ভুল। প্রকৃতপক্ষে সৌদি আরবের লিগ শুরু করার কোন পরিকল্পনা নেই।

জেদ্দায় আইপিএল নিলামের ফাঁকে কয়েকজন ভারতীয় সাংবাদিকের সাথে কথা বলার সময় সৌদি আরবের যুবরাজ নিশ্চিত করেছেন বিষয়টি। বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট লীগ এবং বিশ্ব ক্রীড়াঙ্গনের অন্যতম বড় টুর্নামেন্ট আইপিএলে সৌদি আরবের বিনিয়োগের কোনো সম্ভাবনাকে তিনি স্পষ্টভাবে অস্বীকার করেছেন। তিনি এ ব্যাপারে বলেছেন, "এটিও সত্য নয়"

প্রতিবেদনে দাবি করা হয়েছিল, সৌদি সরকার এবং তার ধনী শেখরা আন্তর্জাতিক খেলোয়াড়দের নিয়ে একটি ক্রিকেট লিগ চালু করার পরিকল্পনা করছে। 

আরামকো এবং সৌদি ট্যুরিজমের মতো সৌদি আরবের কোম্পানিগুলো বেশ কয়েক বছর ধরে ক্রিকেটের সাথে যোগসূত্র রেখে যাচ্ছে। আরামকো আইসিসি ইভেন্টগুলির একটি পৃষ্ঠপোষক। এমনকি সহযোগী স্পনসর হিসাবে আইপিএলেও অংশগ্রহণ করেছে। কয়েক বছর আগে সৌদি ট্যুরিজম আইপিএলের সঙ্গে একটি অ্যাসোসিয়েশন ও প্রতিষ্ঠা করেছিল।

লিগ চালু করার পরিকল্পনা না থাকলেও মিশাল আল সৌদ অবশ্য অদূর ভবিষ্যতে সৌদি আরবে আইপিএলের কয়েকটি ম্যাচ আয়োজনের সম্ভাবনা উড়িয়ে দেননি। তিনি বলেন, "কেন নয়?" এ ব্যাপারে তিনি বিসিসিআই এবং সৌদি সরকারের সাথে আলোচনা করবেন।

আগামী বছরের মধ্যে একটি আন্তজার্তিক স্টেডিয়াম সৌদি আরবে তৈরী করবেন জানিয়ে তিনি বলেন,"জেদ্দায় এখানে একটি আন্তর্জাতিক মানের স্টেডিয়াম তৈরি করা হবে।"

Details Bottom
Details ad One
Details Two
Details Three