রাওয়ালপিন্ডির অনার্স বোর্ডে লিটন দাস
রাওয়ালপিন্ডির অনার্স বোর্ডে লিটন দাস
রাওয়ালপিন্ডির অনার্স বোর্ডে লিটন দাস
মিরাজের পর এবার অনার্স বোর্ডে নাম লেখালেন টাইগার ব্যাটার লিটন কুমার দাস। রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে চলমান সিরিজের দ্বিতীয় টেস্টে সেঞ্চুরির দেখা পেয়েছেন লিটন দাস।দলের জন্য গুরুত্বপূর্ণ ১৩৮ রান করে রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের অনার্স বোর্ডে নিজের নাম লিখেছেন লিটন। সেই সাথে এই ইনিংসেই টেস্টে আড়াই হাজার রানের মাইলফলকে স্পর্শ করেন লিটন।
দীর্ঘ দুই বছর পর টেস্ট ক্রিকেটে সেঞ্চুরি করেছেন লিটন দাস। তার ২২৮ বলে ১৩৮ রানের ইনিংসে ছিলো ১৩ টি চার ও ৪ টি ছক্কা। দলের হয়ে সর্বোচ্চ রান করেছেন তিনি। লিটনের এমন দায়িত্বশীল ব্যাটিংয়ের ফলেই প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয়ের পরেও সম্মানজনক অবস্থানে পৌছাতে পেরেছে বাংলাদেশ।
এদিকে ব্যাটিংয়ে নেমে দিনের শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। একের পর এক হারাতে থাকে উইকেট। ২৬ রানে হারিয়ে ফেলে ৬ উইকেট! দেখা গিয়েছিলো ফলো অনের শঙ্কা।
দলের এমন শোচনীয় অবস্থায় মিরাজকে নিয়ে বড় জুটি গড়েন লিটন দাস। দুজন মিলে গড়েন ১৬৫ রানের পার্টনারশিপ। এক পর্যায়ে ব্যক্তিগত ৭৮ রানে আউট হয়ে যান মিরাজ। তখনও একপ্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে যেতে থাকেন লিটন। লিটনকে তখন যোগ্য সঙ্গী দেন হাসান মাহমুদ। সেই সাথে লিটন পৌছে যান কাঙ্ক্ষিত শতকে। শতক করেও যেনো ক্লান্ত হননি লিটন। শেষ পর্যন্ত করেন ১৩৮ রান।