কোহলি রোহিতের পর জাদেজার অবসর
- 1
রিশাদ ক্যারিয়ার সেরা র্যাংকিংয়ে, উন্নতি করেছেন পারভেজ ইমন
- 2
টি-টোয়েন্টি বিশ্বকাপের ১৫ দল চূড়ান্ত, বাকি ৫ দল কারা!
- 3
বিশ্বকাপের আগে আবার আফগানিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ
- 4
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায়ের ঘোষণা আন্দ্রে রাসেলের, শেষ মঞ্চ স্যাবাইনা পার্কেই
- 5
রংপুর রাইডার্সকে হতাশ করে জিএসএলের শিরোপা গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের

কোহলি রোহিতের পর জাদেজার অবসর
কোহলি রোহিতের পর জাদেজার অবসর
ভিরাট কোহলি ও রোহিত শর্মার পর এবার অবসর নিলেন আরো এক ভারতীয় ক্রিকেটার, তিনি রবীন্দ্র জাদেজা। রবিবার আন্তজার্তিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ৩৫ বছর বয়সী এই ক্রিকেটার।
বিশ্বকাপ জয়ের এক দিন পর ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়ে অবসরের সিদ্ধান্ত জানান রবীন্দ্র জাদেজা। অবসর-ঘোষণার বার্তায় জাদেজা লিখেছেন,
‘কৃতজ্ঞ হৃদয়ে আমি আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় জানাচ্ছি। গৌরবের সঙ্গে দ্রুতবেগে ছুটে চলা ঘোড়ার মতো আমি সব সময়ই দেশের জন্য সেরাটা দিয়েছি এবং অন্যান্য সংস্করণে সেটা করে যাব। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের সর্বোচ্চ অর্জন টি-টোয়েন্টি বিশ্বকাপ, যেটা জয়ের স্বপ্ন পূরণ হয়েছে। সব স্মৃতি, উল্লাস আর বিরামহীন সমর্থনের জন্য ধন্যবাদ।’
ভিরাট কোহলি, রোহিত শর্মার পরে জাদেজার অবসরে নিশ্চিত ভাবেই একটি যুগের সমাপ্তি ঘটছে ভারতীয় ক্রিকেটে। তিন ফরম্যাটেই দলের সেরা অলরাউন্ডার হয়ে বহু বছর জাদেজা দলকে জুগিয়েছেন ভরসা। তবে টি-টোয়েন্টি ফরম্যাটে ভিরাট,রোহিতদের পথ অবলম্বন করলেন তিনি।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে খুব একটা ভালো পারফরম্যান্স করেননি রবীন্দ্র জাদেজা। ৭ ইনিংসে বল করে উইকেট পেয়েছেন মাত্র ১ টি। ৫ ইনিংসে ব্যাট করে রানের সংখ্যাও মাত্র ৩৫। নিশ্চিত ভাবেই দলের ভরসা রাখতে পারেননি তিনি।
ভারতের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৭৪ ম্যাচ খেলেছেন জাদেজা। সেখানে ৪১ ইনিংসে ব্যাট করে ১২৭.১৬ স্ট্রাইক রেটে তার ব্যাট থেকে এসেছে ৫১৫ রান। ৭১ ইনিংসে বল হাতে নিয়ে নিয়েছেন মোট ৫৪ উইকেট।