আচমকাই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন রবিচন্দ্রন অশ্বিন
আচমকাই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন রবিচন্দ্রন অশ্বিন
আচমকাই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন রবিচন্দ্রন অশ্বিন
আচমকাই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ভারতের স্পিন বোলিং অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন। অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় টেস্ট ড্রয়ের পর সংবাদ সম্মেলনে এসে নিজের অবসরের ঘোষণা দেন এই অলরাউন্ডার।
ক্রিকেটের সব ফরম্যাট থেকেই অবসরে যাচ্ছেন রবিচন্দ্রন অশ্বিন। সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন তিনি। ফলে অস্ট্রেলিয়ার বিপক্ষে নাকি বাকি থাকা ২ টেস্টে অশ্বিনকে পাচ্ছেনা টিম ইন্ডিয়া। অ্যাডিলেড টেস্ট ই হয়ে থাকলো আন্তর্জাতিক ক্রিকেটে আশ্বিনের শেষ ম্যাচ।
উল্লেখ্য, ব্রিসবেনে তৃতীয় টেস্টের একাদশে জায়গা হয়নি আশ্বিনের। জায়গা হয়নি পার্থে প্রথম টেস্টেও। তবে সিরিজের মাঝপথেই এমন অবসরের সিদ্ধান্ত আসবে এটা হয়তো ভাবতে পারেনি অনেকেই।
অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে সংবাদ সম্মেলনে এসে অশ্বিন জানান, "আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের হয়ে এটাই আমার শেষ দিন। আমি মনে করি ক্রিকেটে দেয়ার মতন আমার আরও কিছু আছে, তবে সেটা ক্লাব পর্যায়ের জন্য। কাজেই এটাই শেষ দিন। আমার অনেক স্মৃতি থাকবে রোহিতসহ সবার সঙ্গে।"
সতীর্থের ধন্যবাদ জানিয়ে অশ্বিন জানান, "আমরা সকলে মিলে অনেক মজা করেছি। আমার এই ক্যারিয়ারের সঙ্গী হিসাবে ভিরাট, রোহিত, রাহানে, পুজারাদের পেয়েছি। ওরা ব্যাটারের চার দিকে দাঁড়িয়ে আমার বলে ক্যাচ ধরে আমার কাজটা সহজ করে দিয়েছে।"
আন্তজার্তিক ক্রিকেটে ১০৬ টেস্ট,১১৬ ওয়ানডে ও ৬৫ টি টি-টোয়েন্টি খেলেছেন এই অলরাউন্ডার। উইকেট নিয়েছেন যথাক্রমে ৫৩৭, ১৫৬ এবং ৭২ টি। টেস্টে ভারতের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি অশ্বিন। অন্যদিকে ব্যাট হাতেও উল্লেখযোগ্য পারফরম্যান্স করেছেন এই অলরাউন্ডার। টেস্টে করেছেন ৩৫০৩ রান, আছে ৬ টি সেঞ্চুরি।