Image

আইপিএলে অতিরিক্ত উদযাপনের কারণে রাসিক সালাম তিরস্কৃত

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 7 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
আইপিএলে অতিরিক্ত উদযাপনের কারণে রাসিক সালাম তিরস্কৃত

আইপিএলে অতিরিক্ত উদযাপনের কারণে রাসিক সালাম তিরস্কৃত

আইপিএলে অতিরিক্ত উদযাপনের কারণে রাসিক সালাম তিরস্কৃত

দিল্লি ক্যাপিটালসের ফাস্ট বোলার রাসিক সালাম তিরস্কৃত হয়েছে তার অতিরিক্ত উদযাপনের কারণে। বুধবার রাতের ম্যাচে গুজরাট টাইটান্সের বিপক্ষে উইকেট নেওয়ার পর উদযাপনের ধরন ও মাত্রাতিরিক্ত বিষয়কে নজরে এনে আইপিএল পর্ষদ রাসিক সালামকে সতর্ক করে।

অরুন জেটলি স্টেডিয়ামে গুজরাটের বিপক্ষে ৪ রানের জয় পায় দিল্লি। রাসিক সালামকে আইপিএল কোড অব কনডাক্টের অনুচ্ছেদ ২.৫ এর লেভেল ১ ভঙ্গের জন্য দায়ী করা হয়। যেখানে ভাষা, আচরণ, অঙ্গভঙ্গি ইত্যাদি বিষয়ের উপর পরিমাণগত বাধ্যবাধকতা থাকে। যার মাধ্যমে একজন খেলোয়াড় প্রতিপক্ষের অন্য কোনো খেলোয়াড়কে তার ভাষা, আচরণ ও অঙ্গভঙ্গি দ্বারা আপত্তিকর অবস্থায় ফেলা থেকে বিরত থাকার বিষয়টি উল্লেখ করা হয়।

রাসিক সালাম ম্যাচ রেফারির দেওয়া শাস্তি গ্রহণ করেছেন। এরমধ্যে গত রাতে বল হাতে দারুণ পারফর্ম করেছেন তিনি। সাই সুদর্শন, শাহরুখ খান, সাই কিশোরকে ফিরিয়েছেন। খরচ করেছেন ৪৪ টি রান।

জম্মু ও কাশ্মীর থেকে উঠে আসা তরুণ রাসিক সালাম। ক্রিকেটের এই যাত্রায় মাত্র ২ টি প্রথম শ্রেণীর ম্যাচ, ৭ টি লিস্ট এ ম্যাচ খেলেছেন।

গতকালের ম্যাচে গুজরাটের জিততে যখন ১৮ রান লাগে, হাতে ছিল দুই ওভার, সেসময় বোলিংয়ে আসেন এই কাশ্মীরের তরুণ। যদিও ১৮ রান দিয়েছেন সেই ওভারে, কিন্তু গুরুত্বপূর্ণ কিশোরের উইকেটটি তুলে নিতে সক্ষম হন একইসাথে।

Details Bottom
Details ad One
Details Two
Details Three