Image

টেস্ট ক্রিকেট থেকে দূরে থাকতে হচ্ছে রাশিদ খানকে

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 3 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
টেস্ট ক্রিকেট থেকে দূরে থাকতে হচ্ছে রাশিদ খানকে

টেস্ট ক্রিকেট থেকে দূরে থাকতে হচ্ছে রাশিদ খানকে

টেস্ট ক্রিকেট থেকে দূরে থাকতে হচ্ছে রাশিদ খানকে

আপাতত টেস্ট ক্রিকেটে ফেরা হচ্ছে না আফগানিস্তানের লেগ স্পিনার রাশিদ খানের। দীর্ঘ দিন ধরে বয়ে চলা চোটের কারণে রাশিদকে এবছরের নভেম্বরের আগে টেস্টে ক্রিকেটে না ফেরার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। তবে বাঁধা নেই ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে। 

৯ সেপ্টেম্বর ভারতের গ্রেটার নয়ডায় অনুষ্ঠিত হবে আফগানিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যকার একমাত্র টেস্ট। তাই সেই টেস্টে নিশ্চিত ভাবেই খেলা হচ্ছে না রাশিদের। এমন কি কিউইদের পরে জিম্বাবুয়ের বিপক্ষে ডিসেম্বরে নির্ধারিত দুই ম্যাচের টেস্ট সিরিজের পাশাপাশি তিনটি ওয়ানডে এবং আরও অনেক টি-টোয়েন্টি সিরিজের জন্যও রাশিদ খান কে পাওয়া যাবে কিনা তা নিয়ে রয়েছে সন্দেহ। 

আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নসিব খান শুক্রবার ক্রিকবাজকে বলেছেন, "গত বছর রশিদ খানের পিঠের অপারেশনের পরে তার ডাক্তাররা তাকে এক বছরের জন্য টেস্ট ক্রিকেটে অংশগ্রহণ করা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছিলেন।"

তিনি আরো বলেন, "আমরা আশা করছি ডিসেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে দুটি টেস্টের জন্য তাকে পাওয়া যাবে," 

রাশিদ খান সর্বশেষ টেস্ট খেলেছেন ২০২১ সালের মার্চে। ৫ টি টেস্ট খেলে উইকেট নিয়েছেব ৩৪ টি। গত বছরের ওয়ানডে বিশ্বকাপের পর পিঠের অস্ত্রোপচার করানো হয় রাশিদের। এরপর প্রায় চার মাস মাঠের বাইরে ছিলেন তিনি। সেরে ওঠার পর খেলেছেন শুধু টি-টোয়েন্টি ম্যাচ।

Details Bottom
Details ad One
Details Two
Details Three