যে কারণে ইংল্যান্ডের কোচ হতে চান না পন্টিং
যে কারণে ইংল্যান্ডের কোচ হতে চান না পন্টিং
যে কারণে ইংল্যান্ডের কোচ হতে চান না পন্টিং
ইংল্যান্ডের সাদা বলের নতুন কোচ হওয়ার ব্যাপারে শোনা যাচ্ছিলো রিকি পন্টিংয়ের নাম। তবে ইংলিশদের কোচ হওয়ার ব্যাপারে একেবারেই আগ্রহ নেই পন্টিংয়ের নিশ্চিত করেছে নিজেই। কেনো ইংল্যান্ডের কোচ হতে চান না পন্টিং সেটার বিস্তারিত ও জানিয়েছেন তিনি।
সাবেক এই অস্ট্রেলিয়ান অধিনায়কের মতে আন্তর্জাতিক ক্রিকেটে কোচিং করাতে অনেক সময় দিতে হয়। যেটা তার জন্য কঠিন। ইংল্যান্ডের কোচ হওয়ার কথা বিবেচনা করবেন কিনা একটি অনুষ্ঠানে সঞ্চালকের এই প্রশ্নের জবাবে পন্টিং বলেন,
“না, আমি কখনোই ইংল্যান্ডকে কোচিং করার কথা ভাবব না। প্রকাশ্যেই বলছি, এই মুহূর্তে আমার জীবন যেমন, আন্তর্জাতিক চাকরি আসলেই আমার জন্য নয়। কারণ, আন্তর্জাতিক ক্রিকেটে কোচিংয়ে আরও অনেক বেশি সময় দিতে হয়।”
কেনো আন্তর্জাতিক ক্রিকেটে কাজ করার পরিকল্পনা নেই সেই ব্যাপারে বলতে গিয়ে পল্টিং বলেন, “আমার অন্যান্য প্রতিশ্রুতিও আছে, টিভিতে কাজ করা এবং যে কাজগুলো করি, সেগুলোর ভারসাম্য রাখার, একই সঙ্গে বাড়িতে যথেষ্ট সময় থাকার চেষ্টা করছি, গত কয়েক বছরে যা খুব বেশি পারিনি। অন্যান্য আন্তর্জাতিক দলকে কোচিং করানো এক ব্যাপার, আর একজন অস্ট্রেলিয়ানের জন্য ইংল্যান্ডের কোচিং করানো সম্ভবত কিছুটা ভিন্ন ব্যাপার, কিন্তু এই মুহূর্তে আমি যথেষ্ট ব্যস্ত।”
আইপিএলের দল দিল্লি ক্যাপিটারলের প্রধান কোচ হিসাবে সাত বছর দায়িত্ব পালন করেছেন রিকি পন্টিং। পরবর্তীতেও আইপিএলে কাজ করতে চান বলে তিনি বলেন, “আমি আবার আইপিএলে কোচ হতে চাই। সেখানে প্রতি বছরই আমি দারুণ সময় কাটিয়েছি, সেটা একজন খেলোয়াড় হিসেবে শুরুর দিনগুলোতে হোক বা মুম্বাইয়ে প্রধান কোচ হিসেবে কয়েক বছরে। তারপর আমি সাতটি মৌসুম দিল্লিতে কাটিয়েছি। দুর্ভাগ্যবশত, আমি যেভাবে চেয়েছিলাম এবং ফ্র্যাঞ্চাইজি যেভাবে চেয়েছিল, সেভাবে সবকিছু হয়নি।”
বলে রাখা ভালো ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ ও ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রত্যাশা মত পারফরম্যান্স করতে না পারায় ইংল্যান্ডের প্রধান কোচের দায়িত্ব ছাড়েন ম্যাথু মট। প্রধান কোচ নিয়োগ না হওয়া পর্যন্ত বর্তমানে দলটির অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পালন করছেন মার্কাস ট্রেসকোথিক।