Image

ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ইংল্যান্ডের উইকেটকিপার ফিল সল্ট

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 2 সপ্তাহ আগেআপডেট: 1 সেকেন্ড আগে
ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ইংল্যান্ডের উইকেটকিপার ফিল সল্ট

ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ইংল্যান্ডের উইকেটকিপার ফিল সল্ট

ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ইংল্যান্ডের উইকেটকিপার ফিল সল্ট

৪ মাস বিরতির পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দলে ফিরেছেন জস বাটলার। তবে ইনজুরি থেকে ভালো হয়ে দলে ফিরলেও খেলবেন শুধু ব্যাটারের ভূমিকায়। উইকেটের পেছনে গ্লাভস,প্যাডের দায়িত্বটা থাকছে ফিল সল্টের কাছেই। 

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ইনজুরিতে পড়েছিলেন জস বাটলার। এরপর আর খেলা হয়নি। বাটলারের অনুপস্থিতিতে সবশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচেও উইকেটরক্ষকের দায়িত্ব পালন করেছেন ফিল সল্ট। এবার বাটলার ফিরলেও টি-টোয়েন্টি সিরিজেও দায়িত্ব পেতে যাচ্ছেন ফিল সল্ট। 

 ১০ নভেম্বর ব্রিজটাউনে প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ড। এ বিষয়ে সল্ট বলেছেন, "অবশ্য এটা এমন কিছু নয় যেটা সম্প্রতি আমি ইংল্যান্ডের হয়ে প্রচুর করেছি। তবে উইকেটকিপিংটা আমি উপভোগ করি। আমার মনে হয় দলের এই কাজটা আমি সবচেয়ে ভালো করতে পারবো।"

মিড অফে ফিল্ডিং করবেন জানিয়ে বাটলার বলেছেন, "আমি আসলে গ্লাভস ছেড়ে দিতে যাচ্ছি। এখন থেকে মিড-অফে থাকবো। দেখি কেমন অনুভব হয়। এটা যদি আমার অধিনায়কত্বের জন্য উপকারী হয় তাহলে আমি মেনে নিতে প্রস্তুত আছি।"

উল্লেখ, জস বাটলার তার ক্যারিয়ারে মোট ১০৬ টি টোয়েন্টি ম্যাচে উইকেটরক্ষকের ভূমিকা পালন করেছেন। অন্যদিকে ফিল সল্ট ইংল্যান্ডের হয়ে সব ধরনের ক্রিকেটে মোট ১৩ টি ম্যাচে উইকেটরক্ষকের ভূমিকা পালন করেছেন।

Details Bottom
Details ad One
Details Two
Details Three