ম্যাচ শেষে আফসোসও ছিল অধিনায়ক লিটন দাসের কণ্ঠে

ম্যাচ শেষে আফসোসও ছিল অধিনায়ক লিটন দাসের কণ্ঠে
ম্যাচ শেষে আফসোসও ছিল অধিনায়ক লিটন দাসের কণ্ঠে
পারভেজ হোসেন ইমনের বিস্ফোরক সেঞ্চুরিতে শারজাহতে বাংলাদেশের জয়। ৯ ছক্কায় পারভেজের রেকর্ডগড়া সেঞ্চুরিতে বাংলাদেশ পায় ১৯১ রান। এরপর জয় নিশ্চিত হলো ২৭ রানের। ম্যাচ শেষে ওপেনার ইমনকে প্রশংসায় ভাসানো অধিনায়ক লিটন দাসের কণ্ঠে ছিল আক্ষেপও।
সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস হেরে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৯১ রান জমা করে বাংলাদেশ দল। সেখানে মূল অবদান ওপেনিংয়ে নেমে শেষ ওভার পর্যন্ত ক্রিজে থাকা পারভেজের। মাত্র ৫৪ বলে ঠিক ১০০ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। পারভেজ ইমনের ১০০ ছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ২০ করেন তাওহীদ হৃদয়। টপ অর্ডার, মিডল অর্ডারের বাকিরা ব্যর্থ হওয়ায় দুইশোতে যায়নি দলের সংগ্রহ।
ম্যাচ শেষে অধিনায়ক লিটন দাস বললেন,'হ্যাঁ অবশ্যই (ভালো স্কোর ছিল)। উইকেট ব্যাটিংয়ের জন্য ভালো ছিল। (পারভেজ হোসেন) ইমন যেভাবে ব্যাটিং করেছে, খুবই দারুণ ছিল। তবে আমাদের আরও ভালোভাবে শেষ করতে হবে। কারণ শেষ ৩ ওভারে আমরা তেমন বেশি রান করতে পারিনি।'
দুইশো রানের পথে থাকলেও ইনিংসের শেষ ৫ বল আগে ইমনের বিদায়ে বাংলাদেশের ইনিংস থামে ১৯১ রানে। শেষ ওভারে রান এসেছে কেবল ৬।
বাংলাদেশের ১৯১ রানের জবাবে পুরো ওভার খেলে ১৬৪ রানে অলআউট হয়েছে স্বাগতিক আরব আমিরাত। ফলে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে সফরকারীরা। আগামী সোমবার একই ভেন্যুতে দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দল দুটি।
বোলারদের নিয়ে অধিনায়কের বক্তব্য, ‘আমি জানতাম বোলাররা যেকোনো সময় ফিরে আসতে পারে, আমি তাঁদের শক্তি সম্পর্কে জানি। তারা (আমিরাত) যেভাবে মাঝের ওভারে ব্যাট করেছে, আমাদের নিজেদের বোলিংয়েও ফোকাস করতে হবে। এই মাঠে কী ধরনের বল ভালো হয়, সেটা দেখতে হবে।’