দুই বলেই শরিফুলের স্বপ্নপূরণ; ঘুরে দাঁড়িয়েছে পাকিস্তান
দুই বলেই শরিফুলের স্বপ্নপূরণ; ঘুরে দাঁড়িয়েছে পাকিস্তান
দুই বলেই শরিফুলের স্বপ্নপূরণ; ঘুরে দাঁড়িয়েছে পাকিস্তান
রাওয়ালপিন্ডিতে আজ সিরিজের প্রথম টেস্টে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ। তবে বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে খেলা শুরু হয়নি। বৃষ্টি ও ভেজা আউটফিল্ডের কারণে প্রায় সাড়ে চার ঘণ্টা পর খেলা শুরু হতেই দেখা গেল বাংলাদেশি পেসারদের দাপট। পাকিস্তানের টপ অর্ডারকে ইনিংসের শুরুতেই ডুবিয়ে দেন শরিফুল, হাসান মাহমুদ জুটি। বাবরকে মাত্র দুই বলের মধ্যে বিদায় করে শরিফুল ছুঁয়েছেন তার স্বপ্ন। কিন্তু থামানো যায়নি সাইম আইয়ুবকে, আছেন ফিফটির খুব কাছে।
১৬ রানে ৩ উইকেট হারিয়ে ফেলা পাকিস্তান সাইম আইয়ুব–সৌদ শাকিলের জুটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। তুলনামূলক দ্রুত রান তুলছেন শাকিল ও সাইম। চা বিরতির আগে ২১ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ৩ উইকেটে ৮১ রান। সাইম ৬৮ বলে ৪২ ও শাকিল ৩২ বলে ২৮ রানে খেলছেন। শেষ ১০ ওভারে এই দুইজন মিলে স্কোরবোর্ডে জমা করেন ৫২ রান।
টসে হেরে আগে ব্যাট করতে নামা পাকিস্তান শুরুতেই চরম বিপাকে। স্কোরবোর্ডে ৩ রান ওঠতেই উইকেট হারিয়ে বসেন আবদুল্লাহ শফিক। হাসান মাহমুদের করা অফ স্টাম্পের বাইরের ডেলিভারিতে ব্যাট ছুঁয়ে গালিতে অঞ্চলে ক্যাচ হন ২ রান করা ওপেনার শফিক। জাকির হাসান পাখির মতো উড়ে লুফে নেন দুর্দান্ত এক ক্যাচ।
শরিফুল ইসলাম বিদায় করেন তিনে নামা অধিনায়ক শান মাসুদকে। শুরুতে উইকেটের আবেদনে আম্পায়ার সাড়া না দিলে রিভিউ চ্যালেঞ্জ জানিয়ে সফল বাংলাদেশ। শান্ত মাসুদের ব্যাট ছুঁয়ে প্যাড এরপর বল যায় লিটনের গ্লাভসে। লেগ সাইড দিয়ে বের হয়ে যাওয়া শরিফুলের ডেলিভারিতে ব্যাট চালিয়ে উইকেটকিপার লিটনের গ্লাভসে ধরা পড়েন বাবর আজম।
ব্যাটিং অর্ডার বদলে ৪ নম্বরে নামা বাবর পেয়েছেন ডাকের স্বাদ। বাবরের করা ফ্লিক উইকেটরক্ষক লিটন দাস বাঁ দিকে ঝাঁপিয়ে পড়ে গ্লাভস বন্দী করেন। আর তাতেই শরিফুলের স্বপ্নপূরণ। চার দিন আগেই শরিফুল ইসলাম বলছিলেন তার স্বপ্নের উইকেটের কথা। বাবর আজমের উইকেট পেতে চান তিনি। স্বীকৃত ক্রিকেটে আজকের আগে বাবরের বিপক্ষে ৪ ইনিংস বোলিং করলেও তাকে আউট করতে পারেননি শরিফুল। রাওয়ালপিন্ডিতে আজ সেটি করতে শরিফুলের লাগল কেবল দুই বল।
দলীয় ১৪ রানে ২য়, ১৬ রানে ৩য় উইকেট হারিয়ে ফেলা পাকিস্তানকে তখন ভরসা দিয়ে যান টিকে যাওয়া ওপেনার সাইম আইয়ুব ও সহ-অধিনায়ক সৌদ শাকিল। ২১ ওভার শেষে পাকিস্তানের রান ৩ উইকেটে ৮১ রান। সাইম ৪২ এবং শাকিল ২৮ রানে ব্যাট করছেন।