চট্টগ্রামের ৫ উইকেটের জয়ে নোয়াখালীর প্লে-অফের স্বপ্ন শেষ
৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম
প্রকাশ: 3 ঘন্টা আগে আপডেট: 38 মিনিট আগে-
1
আমাদের আয় দর্শকের টিকিট নয়, স্পন্সর ও আইসিসি থেকে আসে- মিরাজের বাস্তবতার আভাস
-
2
বিসিএসএ ব্লাস্ট উপলক্ষে বনানীতে রাজশাহী ওয়ারিয়র্সের জার্সি উন্মোচন
-
3
ক্রিকেটারদের নিয়ে বিতর্কিত মন্তব্য, বিসিবির কারণ দর্শানোর নোটিশ নাজমুল ইসলামকে
-
4
কোয়াবের অবস্থান পুনর্বিবেচনা, শর্তসাপেক্ষে মাঠে ফেরার ঘোষণা
-
5
বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যানের দায়িত্ব থেকে অব্যাহতি পেলেন নাজমুল ইসলাম
চট্টগ্রামের ৫ উইকেটের জয়ে নোয়াখালীর প্লে-অফের স্বপ্ন শেষ
চট্টগ্রামের ৫ উইকেটের জয়ে নোয়াখালীর প্লে-অফের স্বপ্ন শেষ
টানা হার পেরিয়ে শেষ মুহূর্তে যে স্বপ্নটা বাঁচিয়ে রাখতে চেয়েছিল নোয়াখালী এক্সপ্রেস, সেটিও আর টিকল না। চট্টগ্রাম রয়্যালসের কাছে হেরে বিপিএলের চলতি আসর থেকে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হলো নোয়াখালীর।
দিনের প্রথম ম্যাচে চট্টগ্রাম ৫ উইকেটের জয় তুলে নেয়। আগে ব্যাট করে নোয়াখালী গুটিয়ে যায় মাত্র ১২৯ রানে। জবাবে লক্ষ্য তাড়া করতে নেমে ১৮ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে চট্টগ্রাম।
ছোট লক্ষ্য তাড়ায় চট্টগ্রামের শুরুটা মোটেও স্বস্তিদায়ক ছিল না। দলীয় ২৯ রানেই চার উইকেট হারিয়ে চাপে পড়ে তারা। তবে পঞ্চম উইকেটে অধিনায়ক শেখ মেহেদী হাসান ও হাসান নেওয়াজ ৪০ রানের জুটি গড়ে ইনিংসের লাগাম ধরেন। এরপর আসিফ আলীকে সঙ্গে নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের করে নেয় চট্টগ্রাম।
অধিনায়ক শেখ মেহেদী শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৪৯ রানে। আসিফ আলী করেন ৩৬ রান। এছাড়া মোহাম্মদ নাঈম শেখ ১৮, হাসান নেওয়াজ ১১ ও মোহাম্মদ হারিস ৭ রান যোগ করেন। মাহমুদুল হাসান জয় ও মাহফিজুল ইসলাম কোনো রান করতে পারেননি।
এর আগে ব্যাটিংয়ে নেমে নোয়াখালীর শুরুটা আশাব্যঞ্জক মনে হলেও দ্রুতই ভেঙে পড়ে ইনিংস। ওপেনার সৌম্য সরকার ৩.১ ওভারে ১৪ রান করে আউট হন। পুরো ইনিংসে মাত্র তিনজন ব্যাটার ২০ রানের ঘর ছুঁতে পেরেছেন। জাকের আলী করেন সর্বোচ্চ ২৩, সাব্বির হোসেন যোগ করেন ২২ রান।
নোয়াখালীর ব্যাটিং ধসের মূল নায়ক ছিলেন শরিফুল ইসলাম। দুর্দান্ত বোলিংয়ে ৩.৫ ওভারে মাত্র ৯ রান দিয়ে তুলে নেন ৫ উইকেট। পাওয়ার প্লের শেষ ওভারের শেষ বলেই তিনি ফিরিয়ে দেন হাসান ইসাখিলকে। পরে ১৬তম ওভারে পরপর দুই বলে হাসান মাহমুদ ও মেহেদী হাসান রান আউট হয়ে আরও চাপে পড়ে নোয়াখালী।
চলতি বিপিএলে এর আগে সিলেট টাইটান্সের নাসুম আহমেদ ও রংপুরের ফাহিম আশরাফ পাঁচ উইকেট নিলেও চট্টগ্রামের বিপক্ষে একমাত্র পাকিস্তানি পেসারই ৩.৫ ওভারে ১৭ রান খরচ করতে পারেন। শরিফুলের এই বিধ্বংসী স্পেলই শেষ পর্যন্ত নোয়াখালীর বিদায়ঘণ্টা বাজিয়ে দেয়।
