নিউজিল্যান্ডের নাটকীয় জয়ে ওয়েস্ট ইন্ডিজের চ্যালেঞ্জ ব্যর্থ

৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম

প্রকাশ: 4 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
নিউজিল্যান্ডের নাটকীয় জয়ে ওয়েস্ট ইন্ডিজের চ্যালেঞ্জ ব্যর্থ

নিউজিল্যান্ডের নাটকীয় জয়ে ওয়েস্ট ইন্ডিজের চ্যালেঞ্জ ব্যর্থ

নিউজিল্যান্ডের নাটকীয় জয়ে ওয়েস্ট ইন্ডিজের চ্যালেঞ্জ ব্যর্থ

অকল্যান্ডের ইডেন পার্কে দ্বিতীয় টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ড শেষ মুহূর্তের নাটকীয়তায় ওয়েস্ট ইন্ডিজকে তিন রানে হারিয়েছে। তিন ম্যাচের সিরিজের এই জয়ে নিউজিল্যান্ড সিরিজ ১-১ সমতায় নিয়ে আসে।

ম্যাচে নিউজিল্যান্ড ২০৭ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে। ওপেনার ডেভন কনওয়ে ও টিম রবিনসনের শক্তিশালী শুরু (৭ ওভারে ৫৫ রান) পরও দ্রুত উইকেট হারানোর পর রচিন রাবিন্দ্রা ও মার্ক চ্যাপম্যান দলকে ৮১/২ করে ধরে রাখেন। বিশেষ করে চ্যাপম্যান ২৮ বলে ৭৮ রান করে দলের ভরসা হয়ে ওঠেন। শেষ দিকে দারিল মিচেলও তিনটি ছক্কা হাঁকিয়ে দলকে ২০০ রানের বেশি সংগ্রহ করতে সাহায্য করেন।

ওয়েস্ট ইন্ডিজের চেজ শুরুতে ধীরগতিতে এগোয়। ব্র্যান্ডন কিং শূন্য রানে আউট হন। এলিক আথানাজ ও জেসন হোল্ডার কিছু শক্তিশালী ইনিংস খেললেও দল লক্ষ্য থেকে পিছিয়ে পড়ে। শেষ দিকে রোভম্যান পাওয়েল, রোমারিও শেফার্ড ও ম্যাথু ফোর্ডের ঝড়ো ব্যাটিং ম্যাচ উত্তেজনাপূর্ণ করে তোলে।

শেষ ওভারে ১৬ রানের প্রয়োজন থাকলেও কাইল জামিসন চাপে থেকেও শেষ চার বলে মাত্র ৭ রান দিয়ে জয় নিশ্চিত করেন। নিউজিল্যান্ডের আক্রমণাত্মক ব্যাটিং এবং সঠিক কৌশল শেষ পর্যন্ত জয় এনে দেয়।