Image

নারী বিশ্বকাপের নতুন চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 6 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
নারী বিশ্বকাপের নতুন চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড

নারী বিশ্বকাপের নতুন চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড

নারী বিশ্বকাপের নতুন চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড

ক্রিকেট বিশ্ব পেল নতুন চ্যাম্পিয়ন। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে ৩২ রানে হারিয়ে চ্যাম্পিয়নের শিরোপা ঘরে তুলেছে নিউজিল্যান্ড। এর আগে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম দুটি আসরে ফাইনালে উঠেও শিরোপা জিততে পারেনি নিউজিল্যান্ড। তবে এবার অধরা সেই ট্রফি জয় করেই মাঠ ছেড়েছে কিউই মেয়েরা।

অন্যদিকে প্রোটিয়া নারীদের ভাগ্য কিছুটা খারাপ ই বলা চলে। গত আসরেও ফাইনাল খেলেছিলো দক্ষিণ আফ্রিকা, হেরেছিলো অস্ট্রেলিয়ার কাছে। এবার ট্রফি জয়ের খুব ভালো সম্ভবনা থাকলেও চোখে পানি নিয়ে মাঠ ছাড়তে হয় প্রোটিয়াদের। ঠিক পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপের মত, যেখানে ফাইনালে ভারতের কাছে পরাজিত হয়েছিলো দক্ষিণ আফ্রিকা। 

রবিবার দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাট করে ৫ উইকেটে ১৫৮ রানের বিশাল স্কোর দাঁড় করায় নিউজিল্যান্ড। রান তাড়া করতে নেমে কিউই বোলারদের আক্রমণে ৯ উইকেট হারিয়ে মাত্র ১২৬ রান তুলতে পারে দক্ষিণ আফ্রিকা। 

নিউজিল্যান্ডের হয়ে ওপেনার সুজি ব্যাটস করেন ৩১ বলে ৩২ রান। অন্য ওপেনার আউট হন ৯ রান করে। ওয়ানডাউনে নেমে দলের হয়ে সর্বোচ্চ ৩৮ বলে ৪৩ রান করেন অধিনায়ক অ্যামেলিয়া কের।

তাছাড়া শেষদিকে  ২৮ বলে ৩৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেন ব্রুকি হালিডে। ৬ বলে ১২ রান করেন ম্যাডি গ্রীন। এতে করে ১৫৮ রানের বড় স্কোর সংগ্রহ করে নিউজিল্যান্ড। 

১৫৯ রানের বিশাল লক্ষ্য তাড়া করে নেমে শুরুটা ভালোই করে দক্ষিণ আফ্রিকা। ওপেনিং জুটি থেকে আসে ৫১ রান। তবে পরের ব্যাটাররা কেউ বড় স্কোর করতে পারেনি। একের পর এক উইকেট হারিয়ে অনেক আগেই ম্যাচ থেকে ছিটকে যায় প্রোটিয়ারা।

দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ ২৭ বলে ৩৩ রান করেন লরা উলভারডট। দ্বিতীয় সর্বোচ্চ ১৮ বলে ১৭ রান করেন আরেক ওপেনার তাজমিন ব্রিটস। ১৬ বলে ১৪ রান নেন চোল ট্রায়ন।

ব্যাটে হাতে ৪৩ রান আর বল হাতে ২৪ রান খরচায় ৩ উইকেট নিয়ে ফাইনালসেরা হন অ্যামেলিয়া কের। বিশ্বকাপের সেরা খেলোয়াড় ও নির্বাচিত হন তিনি।

Details Bottom