মুস্তাফিজদের বিদায় করে প্লে-অফে মুম্বাই ইন্ডিয়ান্স
- 1
পাকিস্তান সফর থেকে নাম সরিয়ে নিলেন নাহিদ রানা
- 2
গ্লোবাল সুপার লিগের সূচি প্রকাশ, রংপুর রাইডার্সের ম্যাচ কার সাথে কবে, কখন
- 3
লাহোরকে ফাইনালের স্বপ্ন দেখাতে এক হয়েছেন সাকিব-মিরাজ
- 4
বাবর-শাহীনদের ছাড়া বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা
- 5
ওয়েস্ট ইন্ডিজকে ১২৪ রানে হারিয়ে ইতিহাস গড়ল আয়ারল্যান্ড

মুস্তাফিজদের বিদায় করে প্লে-অফে মুম্বাই ইন্ডিয়ান্স
মুস্তাফিজদের বিদায় করে প্লে-অফে মুম্বাই ইন্ডিয়ান্স
মুস্তাফিজদের বিদায় করে আইপিএল প্লে-অফের টিকিট নিশ্চিত করলো মুম্বাই ইন্ডিয়ান্স। ওয়াংখেড়েতে মুখ থুবড়ে পড়লো নড়বড়ে দিল্লি ক্যাপিটালস। ১৮১ রানের টার্গেট দিয়ে জাসপ্রীত বুমরাহরা দিল্লির ব্যাটিং লাইন গুঁড়িয়ে দিয়ে এবারের চতুর্থ দল হিসাবে প্লে অফে পৌঁছে গেল।
ওয়াংখেড়তে মহা গুরুত্বপূর্ণ ম্যাচে পাত্তা পেল না দিল্লি, ৫৯ রানে জিতে প্লে-অফে মুম্বাই ইন্ডিয়ান্স। দিল্লি প্লে অফের লড়াই থেকে ছিটকে গেল। টসে হেরে ব্যাটিং করে ৫ উইকেটে ১৮০ রান তোলে মুম্বাই। রান তাড়ায় দিল্লি অলআউট হয় ১৮.২ ওভারে ১২১ রানে।
মুম্বাইয়ের মন্থর পিচে এদিন দলকে টানেন সুরিয়াকুমার যাদব। ৭ ওভারের মধ্যে ৫৮ রানে তিন উইকেট খুইয়ে বেশ বিপাকে পড়ে যায় এমআই। সেখান থেকে ইনিংস গড়েন সুরিয়া, ৪৩ বলে ৭৩ রানের ইনিংস আসে তাঁর ব্যাট থেকে। তিলক বর্মা (২৭) এবং নমন ধীর (২৪) সুরিয়াকে এদিন দারুণভাবে সঙ্গ দেন।
নির্ধারিত ২০ ওভার শেষে সুরিয়াকুমারের ঝড়ো ইনিংসে ভর করে ১৮০তে পৌঁছে যায় মুম্বাই ইন্ডিয়ান্স। অসুস্থতার জন্য খেলতে পারেননি দিল্লি অধিনায়ক আক্সার প্যাটেল। মন্থর পিচে তাঁর মতো বোলারের অভাব যথেষ্ট ভোগাল দিল্লিকে।
রান তাড়া করতে নেমে বেশ নড়বড়ে ক্যাপিটালস শিবির। ফাফ ডু প্লেসি, রাহুল বা অভিষেক পোড়েল-ভরসা যোগাতে ব্যর্থ প্রত্যেকেই। শেষমেশ ১৮.২ ওভারে ১২১ রানেই থেমে যায় ইনিংস। ৫৯ রানে জয় ছিনিয়ে নেন হার্দিক-বুমরাহরা।১৮১ রানের লক্ষ্যের জবাবে দিল্লির শুরুটা ছিল খুবই খারাপ হয়। দ্বিতীয় ওভারেই অধিনায়ক ফাফকে প্যাভিলিয়নের পথ দেখিয়ে দেন দীপক চাহার। অধিনায়কের ব্যাট থেকে আসে মাত্র ৬ রান। এরপর, ট্রেন্ট বোল্ট এসে আগের ম্যাচের সেঞ্চুরিয়ান লোকেশ রাহুলকে আউট করেন।
গুজরাট টাইটান্স, পাঞ্জাব কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আগেই পৌঁছে গিয়েছিলো আইপিএলের প্লে-অফে। আজ ওয়াংখেড়েতে দিল্লি ক্যাপিটালসকে বড় ব্যবধানে হারিয়ে চতুর্থ দল হিসেবে নক-আউট পর্বের ছাড়পত্র আদায় করে নিল মুম্বাই ইন্ডিয়ান্স।