Image

যমুনা ফিউচার পার্কে বোলিং প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন মিরপুর ফেন্সিং ক্লাব

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 4 সপ্তাহ আগেআপডেট: 1 সেকেন্ড আগে
যমুনা ফিউচার পার্কে বোলিং প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন মিরপুর ফেন্সিং ক্লাব

যমুনা ফিউচার পার্কে বোলিং প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন মিরপুর ফেন্সিং ক্লাব

যমুনা ফিউচার পার্কে বোলিং প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন মিরপুর ফেন্সিং ক্লাব

দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ও সর্বাধুনিক দৃস্টিনন্দন শপিংমল যমুনা ফিউচার পার্কের প্লেয়ার্স ক্লাব আয়োজিত জমজমাট বোলিং প্রতিযোগিতায় ৪০৩ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হয়েছে মিরপুর ফেন্সিং ক্লাব। ৩১৭ পয়েন্ট পেয়ে রানার্সআপ হয় শাইনিং স্পোর্টিং ক্লাব। 

শনিবার ফিউচার পার্কের লেভেল-ফাইভ এ প্প্লেয়ার্স ক্লাব জোনে অনুষ্ঠিত দিনব্যাপী বোলিং প্রতিযোগিতায় দুটি ক্লাবের আটটি দল অংশ নেয়। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যমুনা গ্র“পের পরিচালক ড. মো. আলমগীর আলম। এ সময় যমুনা বিল্ডার্সের ডেপুটি জেনারেল ম্যানেজার জুবায়েদ আল হাফিজ ও ডেপুটি ম্যানেজার রুমানা শারমিন উপস্থিত ছিলেন। 

পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. মো. আলমগীর আলম বলেন, ‘যমুনা ফিউচার পার্কের প্লেয়ার্স ক্লাবে রয়েছে ২২ লাইনের বোলিং। যা আন্তর্জাতিক মানের। এর পাশপাশি এখানে কারাওকে, বিলিয়ার্ড ও কার্স এবং মিউজিকেল কর্নারও আছে। প্লেয়ার্স ক্লাবে নিয়মিত খেলা হয়। এরমধ্যে সবচেয়ে আকর্ষনীয় যে ইভেন্ট সেটা হল বোলিং কম্পিটিশন। এর আগে এখানে আশিয়ান, মধ্যপ্রাচ্য এবং ইউরোপের সেনজেন দূতাবাসগুলোর অংশগ্রহনে বোলিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া সবশেষ যমুনা গ্রুপের আন্ত:বিভাগীয় বোলিং কম্পিটিশন হয়েছে এখানে।’ 

যমুনা গ্রুপের এই পরিচালক আরও বলেন, ‘আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে অবক্ষয়ের হাত থেকে দূরে রাখতে পারব। একটি শান্তি ও সুখি সমৃদ্ধ বাংলাদেশ উপহার দিতে পারব। আমরা জানি, আমাদের শহরে মাঠের অভাব। তাই যমুনা ফিউচার পার্কে যে বিনোদনের ব্যবস্থা করা হয়েছে, তা নগর জীবনের ঘর্মাক্ততা থেকে মুক্তি দেবে।’ 

বোলিং প্রতিযোগিতায় আসার আহ্বান জানিয়ে ড. মো. আলমগীর আলম বলেন, ‘এপ্রিল থেকে যমুনা ফিউচার পার্কের প্লেয়ার্স ক্লাবে অনেকগুলো বোলিং কম্পিটিশন হবে। আপনারা যারা কর্পোরেট ইভেন্ট করতে চান, তারা এই প্লেয়ার্স ক্লাব বেছে নিতে পারেন। কারন বাংলাদেশের একটি খুবই উঁচু মানের গেমিং জোন রয়েছে আমাদের। এখানে খেলা, রেফারিং ও মিডিয়া কভারেজের পাশাপাশি সব ধরনের সহযোগিতা করে থাকি আমরা।’ 

যমুনা বিল্ডার্সের ডেপুটি ম্যানেজার রুমানা শারমিন বলেন, ‘প্লেয়ার্স ক্লাব বাংলাদেশের সর্ববৃহৎ বোলিং ক্লাব। তাই বাংলাদেশের সব ক্লাবগুলোকে বোলিং সম্পর্কে জানানো এবং তাদেরকে এই ক্লাবের সঙ্গে যুক্ত বোলিং টুর্নামেন্ট আয়োজনের মূল উদ্দেশ্য। প্রতিযোগিতার পদক ও ট্রফি স্পন্সর করেছে ড্রিম ট্যাটু স্টুডিও।

Details Bottom
Details ad One
Details Two
Details Three