Image

টেস্টে ৮ নম্বরে ব্যাটার মিরাজের রেকর্ড

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 2 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
টেস্টে ৮ নম্বরে ব্যাটার মিরাজের রেকর্ড

টেস্টে ৮ নম্বরে ব্যাটার মিরাজের রেকর্ড

টেস্টে ৮ নম্বরে ব্যাটার মিরাজের রেকর্ড

শেষ ৫ বছরে টেস্ট ক্রিকেটে ৮ নাম্বারে ব্যাট পরতে নেমে সর্বোচ্চ রান করেছেন বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। শেষ ২৫ ইনিংসে ৮ নাম্বার ব্যাটার হিসাবে প্রায় ৩২ গড়ে মোট ৬৯৭ সংগ্রহ করেছেন তিনি।

টেস্টে সর্বোচ্চ রান করা ৮ নাম্বার ব্যাটারের তালিকায় দ্বিতীয় অবস্থানে আছেন ভারতের রবিচন্দ্রন অশ্বিন। গত ৫ বছরে ২৭ ইনিংসে ২১.৪৮ গড়ে ৫৮০ রান করেছেন তিনি। ২৪ ইনিংসে ৪৬৩ রান করে তৃতীয় অবস্থানে আছেন ইংল্যান্ডের ক্রিস ওকস। চতুর্থ স্থানে থাকা জোশুয়া ডা সিলভা করেছেন ১৭ ইনিংসে ৩৬১ রান। ৫ নাম্বারে আছেন প্রোটিয়া ব্যাটার কেশব মহারাজ, ২১ ইনিংসে তার রান ৩৫৪।

রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে নাম্বারে ব্যাট করতে এসে ৮১ বলে ক্যারিয়ারের অষ্টম ফিফটি পেয়েছেন মেহেদী হাসান মিরাজ। শেষ খবর পাওয়া পর্যন্ত ৬৬ রান নিয়ে ব্যাটিং করে যাচ্ছেন তিনি।

পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে ৬১ রানে ৫ উইকেট, যা তার ক্যারিয়ারের ১০ম ফাইফার। আর তাতে রাওয়ালপিন্ডির অনার্স বোর্ডেও লিখে ফেলেন নিজের নাম।

এদিকে দ্বিতীয় টেস্টের প্রথম দিন বৃষ্টিতে পন্ড হওয়ার পর দ্বিতীয় দিনে পাকিস্তানকে ২৭৪ রানে অলআউট করে বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত তৃতীয় দিনে ৬ উইকেট হারিয়ে ১৭১ রানে ব্যাট করে যাচ্ছে বাংলাদেশ। ক্রিজে আছেন ২ অপরাজিত ব্যাটার মেহেদী হাসান মিরাজ এবং লিটন কুমার দাস।

Details Bottom
Details ad One
Details Two
Details Three