আম্পায়ারের সঙ্গে তর্কে জড়িয়ে শাস্তি পেলেন ম্যাথু ওয়েড
আম্পায়ারের সঙ্গে তর্কে জড়িয়ে শাস্তি পেলেন ম্যাথু ওয়েড
আম্পায়ারের সঙ্গে তর্কে জড়িয়ে শাস্তি পেলেন ম্যাথু ওয়েড
রবিবার বার্বাডোজে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে আইসিসি কোড অব কনডাক্ট ধারার লেভেল ১ ভঙ্গ করার দায়ে তিরস্কার করা সহ ১ টি ডিমেরিট পয়েন্ট দেয়া হয় অজি উইকেট কিপার ব্যাটার ম্যাথিউ ওয়েডকে। ২ বছরের মধ্যে এটাই ওয়েডের প্রথম অপরাধ।
আইসিসির কোড অব কনডাক্টের ২.৮ ধারা অনুযায়ী, আন্তজার্তিক ম্যাচ চলাকালীন আম্পায়ারদের সিন্ধান্তকে সকল খেলোয়াড়কে সম্মান জানাতে বলা হয়েছে। কিন্তু ওয়েড এই ধারা না মেনে আম্পায়ারের সিন্ধান্ত নিয়ে তার সাথে তর্কে জড়িয়েছেন। ফলফল স্বরূপ শাস্তি পেতে হয়েছে ওয়েডকে।
বার্বাডোজে ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার ম্যাচের ১৮ তম ওভারের ঘটে ঘটনাটি। ইংলিশ স্পিনার আদিল রশিদের করা একটি বলকে ডেড বল ভেবেছিলেন স্ট্রাইকে থাকা অস্ট্রেলিয়ান ব্যাটার ম্যাথুউ ওয়েড। তবে ভারতীয় আম্পায়ার নীতিন মেনন সেটাকে 'ডেড' বল না দিয়ে 'ডট' বল দেয়। যা নিয়ে বিরক্তি প্রকাশ করেন ওয়েড এবং তর্কে জড়ান আম্পায়ারের সাথে। এমন আচরণের কারণেই আইসিসির শাস্তি পাচ্ছেন ওয়েড।
আইসিসি এলিট প্যানেলের আম্পায়ার এবং ম্যাচ রেফারি এন্ডি পাইক্রোফটের কাছে অনফিল্ড আম্পায়ার নীতিন মেনন ও জয়েল উইলসন, থার্ড আম্পায়ার আসিফ ইয়াকুব, ফোর্থ আম্পায়ার জায়ারামান মদনগোপাল অভিযোগ দাখিল করেন। ম্যাথিউ ওয়েড অভিযোগ মেনে নেওয়ায় পরবর্তী আর কোনো ব্যাবস্থা গ্রহন করেনি আইসিসি।
টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ 'বি' তে থাকা অস্ট্রেলিয়া ২ ম্যাচের ২ টি জিতে ৪ পয়েন্ট নিয়ে অবস্থান করছে পয়েন্ট টেবিলের ২ এ। অন্যদিকে ৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে স্কটল্যান্ড।