চট্টগ্রাম টেস্টে জাকেরের পরিবর্তে মাহিদুল ইসলাম অঙ্কন
চট্টগ্রাম টেস্টে জাকেরের পরিবর্তে মাহিদুল ইসলাম অঙ্কন
চট্টগ্রাম টেস্টে জাকেরের পরিবর্তে মাহিদুল ইসলাম অঙ্কন
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চট্টগ্রামে আগামীকাল (মঙ্গলবার) থেকে শুরু হওয়া দ্বিতীয় টেস্টের স্কোয়াডে জাকের আলি আনিকের পরিবর্তে অন্তর্ভুক্ত হয়েছেন মিডল অর্ডার ব্যাটার ও উইকেটকিপার মাহিদুল ইসলাম ভূঁইয়া অঙ্কন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) জাতীয় নির্বাচক প্যানেল ২৫ বছর বয়সী এই ডানহাতি ব্যাটারকে জাকের আলীর জায়গায় ডাক দিয়েছেন, যিনি কনকাশনের কারণে দল থেকে ছিটকে গেছেন।
জাতীয় দলের ফিজিও বায়েজেদুল ইসলাম খান বলেন, "জাকের আলি অনিক গতকাল (রবিবার) অনুশীলনে ব্যাটিং করার সময় কনকাশনের শিকার হন। তাঁর কনকাশনের অতীত ইতিহাস রয়েছে এবং এখনও কিছু উপসর্গ দেখা যাচ্ছে। পূর্ববর্তী কনকাশনের প্রেক্ষাপটে তাঁর সুস্থ হতে কিছুটা সময় লাগতে পারে। মেডিকেল পরীক্ষার ফলাফলের ভিত্তিতে তাঁকে দ্বিতীয় টেস্ট থেকে বাদ দেওয়া হয়েছে।”
ঢাকা বিভাগের খেলোয়াড় মাহিদুল ইসলাম অঙ্কন প্রথম শ্রেণির ৪৩টি ম্যাচে ১৯৩৪ রান সংগ্রহ করেছেন। চলমান জাতীয় ক্রিকেট লিগে সিলেট বিভাগের বিপক্ষে একমাত্র ইনিংসে ১১৮ রান করে সেঞ্চুরি তুলে নিয়েছেন।